ফরিদগঞ্জ প্রতিনিধি: ফরিদগঞ্জে পুলিশ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৭ বছরের সাজাপ্রাপ্ত আসামী মো. সুজন মিয়া ও একটি চুরির মামলায় ছয় মাসের বিনাশ্রম সাজাপ্রাপ্ত আসামী মো. জসিমউদ্দিনকে আটক করেছে। মঙ্গলবার রাতে উত্তররূপসা ও হোগলী এলাকা থেকে তাদেরকে আটক করে আজ বুধবার সকালে চাঁদপুর আদালতে প্রেরণ করে পুলিশ।
জানা গেছে, কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় বিগত ২০১৭ সনের ২১ জানুয়ারী মো.সুজন মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা (নং,৭৬, জিআর৭৬/২০১৭) হয়। সে মামলায় আদালত ১৯৯০ সনের ৭(ক) ধারায় দোষীসাব্যস্ত করে ৭ বছরের সাজা প্রদান করে। দীর্ঘদিন পলাতক থাকার পর ফরিদগঞ্জ থানার এএসআই মো. অলিউল্লাহ সঙ্গীয় ফোর্সসহ মঙ্গলবার রাতে রূপসা উত্তর ইউনিয়নের উত্তররূপসা এলাকা থেকে আটক করে। সুজন ঐ গ্রামের বাইল্লা বাড়ির মুসামিয়ার ছেলে।
অপরদিকে, এএসআই আবুকাউছার সঙ্গীয় ফোর্সসহ একই রাতে গুপ্টি পশ্চিম ইউনিয়নের হোগলী এলাকা থেকে মো. জসিমউদ্দিনকে আটক করে। জসিম একটি চুরির মামলায় ছয় মাসের বিনাশ্রম সাজাপ্রাপ্ত আসামী ও হোগলী গ্রামের আ: রহিম মুন্সির ছেলে।
ফরিদগঞ্জ থানার ওসি মো. শাহ আলম বলেন, মাদক মামলার ৭ বছরের সাজাপ্রাপ্ত আসামী মো. সুজন মিয়া ও চুরির মামলায় ছয় মাসের বিনাশ্রম সাজাপ্রাপ্ত আসামী মো. জসিমউদ্দিনকে আটক করে আজ বুধবার সকালে চাঁদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।




