সোমবার ১০ই নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৭:২৭

25.9 C
Bangladesh
সোমবার, নভেম্বর ১০, ২০২৫
spot_imgspot_img

সোমবার ১০ই নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ ২৫শে কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল ১৪৪৭ হিজরি ১৮ই জমাদিউল আউয়াল ১৪৪৭ হিজরি সন্ধ্যা ৭:২৭

চাঁদপুরে বিসিএস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশনের মানববন্ধন কর্মসূচী

স্টাফ রিপোর্টার: সংস্কারের নামে অপসংস্কার। বিসিএস স্বাস্থ্য ক্যাডার বিলুপ্তির অপচেষ্টা মানিনা, মানবোনা। এ শ্লোগানকে ধারণ করে চাঁদপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিসিএস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশন চাঁদপুর জেলা ইউনিট। ২৬ ডিসেম্বর বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করেন চিকিৎসকগণ।

এসময় মানববন্ধনে অংশ নেয়া বক্তারা সংস্কারের নামে অপসংস্কার ও বিসিএস স্বাস্থ্য ক্যাডার বিলুপ্তির অপ্রচেষ্টার প্রতিবাদে বিভিন্ন শ্লোগান তুলে ধরেন এবং দাবী দাওয়া বাস্তবায়নে সরকারের কাছে দাবী তুলে ধরে বক্তারা বলেন, জনপ্রশাসন সংস্কার কমিশন কর্তৃক প্রস্তাবিত বিসিএস স্বাস্থ্য ক্যাডার বিলুপ্তির অপচেষ্টা বন্ধ না হলে আমরা বৃহত্তর আন্দোলনে যাবো। স্বাস্থ্য ক্যাডার সুপারিশ প্রত্যাখ্যান করতে হবে। একই সাথে আমাদের দাবি পূরণ করতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন, ২৫০ শয্যা চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ ডাক্তার এ কে এম মাহবুবুর রহমান, হাসপাতালের সহকারী পরিচালক আশারাফ আহমেদ আহমেদ চৌধুরী, সিনিয়র কনসালটেন্ট (কার্ডিয়লজি) ডাঃ মুনতাকিম হায়দার রুমি, সিনিয়র কনসালটেন্ট (শিশু) ডাঃ আব্দুল আজিজ মিয়া, সিনিয়র কনসালটেন্ট (চর্ম) ডাঃ হাসিনুর রহমান, চাঁদপুর মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক (মেডিসিন) ডাঃ সাইফুল ইসলাম সোহেল, সহকারী অধ্যাপক (চক্ষু) ডাঃ আরিফুর রহমান, সহকারী অধ্যাপক (বায়োকেমিস্ট্রি) ডাঃ খালেদ হোসেন, চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের রেসিডেন্ট পিজিসিয়ান (আরপি) ডাঃ মোহাম্মদ আসিফ ইকবাল, জুনিয়র কনসালটেন্ট (সার্জারি) ডাঃ মোহাম্মদ নুরে আলম মজুমদার, জুনিয়র কনসালটেন্ট (মেডিসিন) ডাঃ সোহেল আহমেদ, ডাঃ সহকারী রেজিস্ট্রার (মেডিসিন) ডাঃ পীযুষ সাহা, মেডিকেল অফিসার ডাঃ সৈয়দ আহমেদ কাজল, চাঁদপুর সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাক্তার মোঃ সাখাওয়াত হোসেন সহ অন্যান্য চিকিৎসকগন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,700SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ