সোমবার ১০ই নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৬:৫৯

25.9 C
Bangladesh
সোমবার, নভেম্বর ১০, ২০২৫
spot_imgspot_img

সোমবার ১০ই নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ ২৫শে কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল ১৪৪৭ হিজরি ১৮ই জমাদিউল আউয়াল ১৪৪৭ হিজরি সন্ধ্যা ৬:৫৯

চাঁদপুর ল্যাবরেটরি স্কুলে শিক্ষার্থীদের মাঝে নতুন বছরের পাঠ্যবই বিতরণ

স্টাফ রিপোর্টার: উৎসবমুখর ও আনন্দঘন আয়োজনের মধ্যদিয়ে নতুন বছরের প্রথম দিন চাঁদপুর ল্যাবরেটরি স্কুলে শিক্ষার্থীদের মাঝে নতুন পাঠ্যবই বিতরণ করা হয়েছে। ১ জানুয়ারি বুধবার সকালে বিদ্যালয় হলরুমে এ বই উৎসব অনুষ্ঠিত হয়।

চাঁদপুর ল্যাবরেটরী স্কুলের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ মৃণাল কান্তি দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁদপুর হাসান আলী সরকারী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ইস্কান্দর মির্জা, মো. রাশেদুল হক, যমুনা টিভির স্টোর এক্সিকিউটিভ (হেড অফিস) তাপস চন্দ্র, হাসান আলী সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা দীপা, তরুণ সংগঠক বাবুল দাস, মিঠুন, বিদ্যালয়ের অভিভাবক সদস্য ও লেখক আশিক বিন রহিম।

বক্তারা বলেন, বছরের প্রথম দিনে হাতে নতুন বই পাওয়া আনন্দ ভিন্নরকম। নতুন বই শিক্ষার্থীদের উজ্জীবিত ও অনুপ্রাণিত করে। নতুন বইয়ের ঘ্রাণ শিশুদের বইয়ের প্রতি আকৃষ্ট করে তোলে। বইয়ের প্রতিটি পৃষ্ঠা শিশুর মনোজগতে বিস্ময় তৈরি করে।
বক্তারা আরো বলেন, আমরা আশা করব বই হাতে পেয়ে এখন থেকে তোমরা পুরোদমে লেখা পড়ায় মনোযোগী হবে। শুধুমাত্র পাঠ্যবইয়ের মুখস্ত বিদ্যা অর্জন করলেই হবে না, তোমাদের নৈতিক শিক্ষা অর্জন করতে হবে। এর পাশাপাশি প্রত্যেককে দক্ষ এবং সুনাগরিক হয়ে গড়ে উঠতে হবে। তোমরা সুনাগরিক হলে, শুধুমাত্র তোমাদের পরিবারই নয়, দেশও উপকৃত হবে।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, বিদ্যালয়ের সহযোগী অধ্যক্ষ মৃদুল কান্তি দাস। আমন্ত্রিত অতিথি, অভিভাবক এবং শিক্ষার্থীদের ধন্যবাদ জ্ঞাপন করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নাজনিন হোসাইন।

এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর ল্যাবরেটরী স্কুলের সহকারী শিক্ষাক, বিথি কর্মকার, সুমি শীল, নুসরাত জাহান, তানজিলা আক্তার, পূর্ণিমা দাস, কাকলি দাসসহ সকল শিক্ষার্থী এবং তাদের অভিভাবকগণ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,700SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ