স্টাফ রিপোর্টার: চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের উদ্যোগে ৩য় ব্যাচের নবীন শিক্ষার্থীদের বরণ করে নেয়া হয়েছে।
রবিবার (৫ জানুয়ারি) দুপুরে একাডেমিক ভবন-২ এর ব্যবসায় প্রশাসন বিভাগের শ্রেণি কক্ষে ফ্রেশার্স রিসিপশন প্রোগ্রামের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. পেয়ার আহম্মেদ।
নবীনবরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যবসা প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান মো: বাইজীদ আহম্মেদ রনি। বিশেষ অতিথি ছিলেন, ব্যবসায় প্রশাসন বিভাগের প্রভাষক খাদিজা খাতুন টুম্পা, শাকিল আহমেদ সবুজ।
অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন, ব্যবসায় প্রশাসন বিভাগের ২য় ব্যাচের শিক্ষার্থী আরিফিন আল আমিন ও সাদিয়া ফারহানা এ্যানি।
প্রধান অতিথি উপাচার্য ড. পেয়ার আহম্মেদ নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরা রাসূলের আদর্শ মেনে চলবে। তোমাদের জ্ঞান অর্জন তখনই পরিপূর্ণ হবে, যখন তোমরা কোরআন সম্পর্কে জ্ঞান অর্জন করবে। শিক্ষার্থীরা পড়াশুনা ভালো ভাবে করবে, হাতের লেখা সুন্দর করার চেষ্টা করবে। যারা বিভাগে ১ম স্থান অর্জন করবে তাদেরকে শিক্ষক হিসেবে নেয়ার চেষ্টা করবেন। তিনি নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানান এবং তারা যাতে আত্নবিশ্বাসী হয়ে পড়াশুনা করতে পারে সেজন্য তাদেরকে বিভিন্ন পরামর্শ প্রদান করেন।
বিশেষ অতিথিবৃন্দ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
সভাপতির বক্তব্যে ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান নবীন শিক্ষার্থীদের শৃঙ্খলা, অধ্যবসায়, বিনয় এবং পড়াশুনার প্রতি গুরুত্ব প্রদান করেন। এসময় তিনি ব্যবসায় প্রশাসন বিভাগের প্রতিষ্ঠাকালীন শিক্ষক হিসেবে বিভাগের শুরুর নানা প্রতিকূলতা তুলে ধরেন। তিনি আলোচনায় উপাচার্য মহোদয়ের কাছে বিভাগের পক্ষ থেকে ৩টি দাবি তুলে ধরেন। প্রথমত: বিভাগের পরীক্ষার নম্বর ৩০০ থেকে কমিয়ে ১০০ নম্বরে আনার অনুরোধ করেন। দ্বিতীয়ত: তিনি ব্যবসায় প্রশাসন বিভাগের জন্য স্বতন্ত্র কম্পিউটার ল্যাব প্রতিষ্ঠার দাবি জানান এবং ল্যাব প্রতিষ্ঠার আগ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের যেকোন একটি ল্যাব শিক্ষার্থীদের জন্য ব্যবহারের সুযোগ প্রদানের অনুরোধ করেন। তৃতীয়ত: ১ম ও ২য় ব্যাচের চলমান সেমিস্টার সমূহের ফাইনাল পরীক্ষা রমজানের আগেই সম্পন্ন করার অনুরোধ করেন।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যের পর উপাচার্য ৩টি দাবি দ্রুত বাস্তবায়নের আশ্বাস প্রদান করেন। এসময় শিক্ষার্থীরা করতালির মাধ্যমে উপাচার্যকে ধন্যবাদ জ্ঞাপন করে। আলোচনা শেষে ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান এবং শিক্ষকবৃন্দ শিক্ষার্থীদের সাথে মধ্যাহ্ন ভোজে অংশ নেন।
মধ্যাহ্ন ভোজ শেষে ২য় এবং ৩য় ব্যাচের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে শিক্ষার্থীরা দলীয় ও একক গান, কৌতুক, কবিতা আবৃত্তি পরিবেশন করেন। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে শিক্ষার্থীরা লটারি করে নিজেদের মধ্যে বিজয়ীদের পুরষ্কার বিতরণ করেন।




