শাহরাস্তি প্রতিনিধি: শাহরাস্তির রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের (নোয়াপাড়া বিরকী) ৫নং ওয়ার্ড বিএনপি’র কর্মী সম্মেলন ও কমিটি গঠন করা হয়েছে।
রোববার (৫ জানুয়ারি) সন্ধ্যায় ৫নংওয়ার্ড বিএনপির আয়োজনে নোয়াপাড়ায় এলাকায় এ ওয়ার্ড কমিটি গঠনকল্পে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপি’র সভাপতি অধ্যাপক মোজাহের হোসেন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন বক্তব্য রাখেন ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ মাহবুব আলম। বিএনপি নেতা মোঃ শফিক ইসলাম, মহিলা বিএনপি নেত্রী রওশন আক্তার, শাহীন আক্তার, যুবদল নেতা আব্দুল আউয়াল, মোঃ রবিউল আলমসহ ইউনিয়ন, ওয়ার্ড বিএনপি, নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে উপস্থিত সর্বসম্মতি ক্রমে ৫নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি মোঃ আবুল খায়ের, সাধারণ সম্পাদক মোঃ জসীম উদ্দিন চৌধুরী ও মোঃ শাহ আলমকে সাংগঠনিক সম্পাদক করে ৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
আগামী ৩ দিনের মধ্যে ওয়ার্ড বিএনপি’র ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি করে, ইউনিয়ন বিএনপির নিকট জমা দেওয়ার নির্দেশ দেন। সম্মেলনে বক্তারা বলেন দলকে আরো সু-সংগঠিত করতে, শাহরাস্তি-হাজিগঞ্জ বিএনপি’র প্রধান সমন্বয়ক লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হকের নেতৃত্বে আগামী নির্বাচনে জাতীয়তাবাদী দল বিএনপিকে সরকার গঠনের লক্ষ্যে ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করতে সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।




