ফরিদগঞ্জ প্রতিনিধি: ফরিদগঞ্জে পুলিশ বিশেষ অভিযানে সেলিম খান নামে দুই বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামী, নাইম ওরফে সুজন নামে এক বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামী, মো. সুমন (৩৭) নামে ৪শ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি ও রাহেলা খাতুন নামে সিআর পরোয়ানাভুক্ত এক নারীসহ ৪জনকে আটক করেছে।
বুধবার গভীর রাতে ফরিদগঞ্জ উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদেরকে আটকের পর গতকাল বৃহস্পতিবার দুপুরে চাঁদপুর আদালতে প্রেরণ করে পুলিশ।
জানা গেছে, ফরিদগঞ্জ থানার এএসআই জুমায়েত হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে চরদু;খিয়া পুর্ব ইউনিয়নের সন্তোষপুর গ্রাম থেকে সেলিম খানকে আটক করে। সে একটি জিআর মামলার দুই বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামী ও সন্তোষপুর গ্রামের মৃত হাবিব খান’র ছেলে। এএসআই দেলোয়ার হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে সুবিদপুর পশ্চিম ইউনিয়নের আইটপাড়া এলাকা থেকে নাইম ওরফে সুজনকে আটক করে। সুজন একটি জিআর মামলার এক বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামী ও দক্ষিণ আইটপাড়া গ্রামের আবুল বাসার ঢালী’র ছেলে।
অপরদিকে, বুধবার রাতে এসআই জাহাঙ্গীর আলম সঙ্গীয় ফোর্স নিয়ে ফরিদগঞ্জ পৌর এলাকার কেরোয়া গ্রামের মৃত নুরুল ইসলাম’র ছেলে মাদক কারবারি সুমনকে ৪শ গ্রাম গাঁজাসহ আটক করে। পরে তার বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করে।
এছাড়া, একই রাতে এএসআই ছগির হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে চরদু;খিয়া পুর্ব ইউনিয়নের সন্তোষপুর গ্রাম থেকে একটি সিআর মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামী রাহেলা খাতুনকে আটক করে। এরপর আটককৃত ৪জনকে গতকাল বৃহস্পতিবার দুপুরে চাঁদপুর আদালতে প্রেরণ করে পুলিশ।
ফরিদগঞ্জ থানার ওসি মো. শাহ আলম উপরোক্ত ৪জনকে আটক পরবর্তী চাঁদপুর আদালতে প্রেরণ করার বিষয়টি নিশ্চিত করেন।




