স্টাফ রিপোর্টার: চাঁদপুরে বিশেষ টাস্কফোর্স কর্তৃক পুরান বাজার এলাকায় অভিযান পরিচালিত হয়েছে।
মঙ্গলবার (২১ জানুয়ারি) সকাল থেকে পৌরসভায় অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন -২০০৯ অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থা হিসেবে নোংরা পরিবেশে খাবার দ্রব্য তৈরির অপরাধে মীম ফুড প্রডাক্টসকে ১৫,০০০/- টাকা, সাইফুল বেকারিকে ৫,০০০/- টাকা, চালের বস্তায় খুচরা মূল্য ও মূল্য তালিকা না থাকার অপরাধে খাজা বাবা অটো রাইচ মিলকে ৩০,০০০/- টাকা সহ মোট ৫০,০০০/- টাকা জরিমানা করা হয়।
চাঁদপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণঅধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান জরিমানার আদেশ দেন। জরিমানার অর্থ তাৎক্ষনিক অভিযুক্ত প্রতিষ্ঠানসমূহ স্বেচ্ছায় পরিশোধ করেন। অভিযুক্ত প্রতিষ্ঠানসমূহ পরবর্তীতে এধরনের অনিয়ম করা থেকে বিরত থাকবেন বলে অঙ্গীকার করেন।
এছাড়া নিয়মিত মনিটরিং এর অংশ হিসেবে অন্যান্য প্রতিষ্ঠানসমূহ পরিদর্শন এবং জনসচেতনতা বৃদ্ধির জন্য লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়। অভিযান পরিচালনাকালে সকল ব্যবসায়ীদের দৃশ্যমান স্থানে পণ্য মূল্য তালিকা টাঙানো, ন্যায্য মূল্যে পণ্য বিক্রি করা, ক্রয় ভাউচার রাখার জন্য বলা হয়েছে।




