স্টাফ রিপোর্টার: চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২ফেব্রুয়ারী রবিবার বিকেলে ইউনিয়নের পাইকদি সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে উক্ত ওয়ার্ড বিএনপি’র কমিটি পূর্ণঃবিনাস উপলক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় দলের সাংগঠনিক কার্যক্রম আরো শক্তিশালী ও গতিশীল করার লক্ষে উপস্থিত নেতৃবৃন্দ বিভিন্ন পরামর্শমূলক বক্তব্য উপস্থাপন করেন।
ইউনিয়ন বিএনপি’র সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান স্বপন মাহমুদ এর সভাপতিত্বে, সাধারণ সম্পাদক কামাল মিজির উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক ও শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপি পূর্ণঃ সংস্কার গঠন কমিটির প্রধান সমন্বয়ক এডভোকেট জসিম উদ্দিন মেহেদী।
আলোচনা শেষে উপস্থিতিদের সর্বসম্মতিক্রমে উক্ত ওয়ার্ডের সভাপতি হিসেবে মহসীন তপদারকে ও সাধারণ সম্পাদক হিসেবে মমিন খানকে নির্বাচিত করা হয়।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য মনিরুজ্জামান মানিক, আবু তাহের খোকা, কাজী জাহাঙ্গীর আলম মিন্টু। আরো বক্তব্য রাখেন শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শাহাজালাল দেওয়ান, ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি মহসিন তপদার, সাধারণ সম্পাদক মমিন খান, ইউনিয়ন যুবদলের সভাপতি মনিরুজ্জামান পাটওয়ারী, সাধারণ সম্পাদক মাহাবুব গাজীসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক সফিক কবিরাজ, যুব বিষয়ক সাংবাদিক মিজানুর রহমান পাটওয়ারী, ২নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি মাহাবুব বেপারী, সদর উপজেলা যুবদল নেতা শওকত ক্বারী, ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি আরিফ তালুকদার, সদস্য ইকবাল খানসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল কৃষকদল, শ্রমিকদল ও সহযোগী সংগঠনের নেতাকর্মী। শুরুতেই কোরআন থেকে তেলোয়াত করেন ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি আব্দুর রশিদ মাস্টার।




