স্টাফ রিপোর্টার: চাঁদপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট জহিরুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে।
রবিবার (২ জানুয়ারি) দুপুরে চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ বাহার মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে চেয়ারম্যান ঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
শনিবার সমবায়ের এক সভায় জুলাই বিপ্লবের শহীদদের কথা স্মরণ করায় পতিত ফ্যাসিস্ট শেখ হাসিনার দোসর এড. জহিরুল ইসলাম দ্বারা জেলা সমবায় উপ-সহকারী নিবন্ধক মোহাম্মদ বিল্লাল হোসেন লাঞ্ছনার শিকার হয়েছেন।
এসময় এড. জহির পুরো অনুষ্ঠানে বিশৃঙ্খলা সৃষ্টি করেন এবং সমবায় কর্মকর্তার দিকে তেড়ে আসেন। ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলে শহরে এই নিয়ে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।




