হাজীগঞ্জ প্রতিনিধি: হাজীগঞ্জের অবৈধ চারটি ইটভাটাকে ১৭ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।
৪ ফেব্রুয়ারী মঙ্গলবার সকালে জেলা জেলা প্রশাসন চাঁদপুর ও পরিবেশ অধিদপ্তর চাঁদপুর কতৃক যৌথভাবে হাজীগঞ্জ উপজেলার অবৈধ ইটভাটা সমূহের উপর ভ্রম্যমান আদালত পরিচালনা করা হয়।
এসময় ইট ভাটা সমূহে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন,২০১৩ (সংশোধিত) ২০১৯, এর ৫(১) ও ৫(২) লঙ্ঘন করায় চারটি ইট ভাটাকে ১৭ লক্ষ টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে মেসার্স সেলিম ব্রিকসকে চার লক্ষ টাকা, মেসার্স অনি ব্রিকসকে চার লক্ষ টাকা, মেসার্স রনি ব্রিকস -২ কে পাঁচ লক্ষ টাকা, ও মেসার্স মার্ক ব্রিকসকে -৪ লক্ষ টাকা জরিমানা করা হয়।
এসময় অভিযানের নেতৃত্ব পরিচালনা করেন জেলা প্রশাসক চাঁদপুরের সিনিয়র সহকারী কমিশনার বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব আমজাদ হোসেন, অভিযানের প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: হান্নান।
অভিযানও উপস্থিত ছিলেন, পরিবেশ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ে পরিদর্শক শরমিতা আহমেদ লিয়া,কার্যালয়ে অন্যান্য কর্মচারী, বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ ফোর্স, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যগন ।
এই বিষয় পরিবেশ অধিদপ্তরের উপ পরিচালক জনাব মিজানুর রহমান জানান, অবৈধভাবে পরিচালিত ইনভাটার সমূহের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।




