স্টাফ রিপোর্টার: মতলব দক্ষিণ উপজেলার উপাদী দক্ষিণ ইউনিয়নের হযরত শাহজালাল উচ্চ বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক তারকেশ্বর ঢালীকে (বি.এস.সি, বি.এড) বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। আজ ১৩ ফেব্রুয়ারী বৃহস্পতিবার উক্ত বিদ্যালয়ের আয়োজনে অত্যান্ত বেদনাবিধুর অনুষ্ঠানের মাধ্যমে এই সুনামধন্য ও শিক্ষার্থীদের প্রিয় শিক্ষককে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নাসির উদ্দিন তপদার। অনুষ্ঠানে প্রাক্তন ও বর্তমান শিক্ষক শিক্ষার্থীদের উপস্থিতিতে অনুষ্ঠানটি ভাবগাম্ভীর্যের অবতারনায় ফুটে উঠে। প্রিয় শিক্ষকের অবসর জনিত বিদায়ে শিক্ষক শিক্ষার্থীদের মনে একটা হারানো চিত্র লক্ষ্য করা গেছে। অতিথিবৃন্দ শিক্ষাগুরুর বিদায়ে আবেগাপ্লুত হয়ে বেদনা ও কান্না জড়িত কন্ঠে বক্তব্য দিয়েছেন। বিদ্যালয়, সহকারী শিক্ষক, অফিস সহকারী, কল্যাণ তহবিল, ব্যবস্থাপনা কমিটি, আলাদা আলাদা করে সকল শ্রেণীর শিক্ষার্থীরা, এলাকার সুধীজন দিয়েছেন সংবর্ধনা ক্রেস্ট, নগদ অর্থ, বিভিন্ন উপহার সামগ্রী।
জানা যায়, তারকেশ্বর ঢালী একজন মেধাবী শিক্ষক ছিলেন। ৪০ বছর শিক্ষকতা করেছেন উক্ত বিদ্যালয়ে। তিনি শুধু একজন শিক্ষকই ছিলেন না, তিনি ছিলেন একজন সু-নিপুন ব্যক্তি, যোগ্য অভিভাবক। তিনি তার কর্ম জীবন অর্থাৎ শিক্ষকতা পেশায় পাঠদানের পাশাপাশি তিনি মায়া মমতায় আগলে রেখেছেন কোমলমতি শিক্ষার্থীদেরকে।
তিনি কখনো শিক্ষকের মতো শাসন করেছেন, অভিভাবকের মতো আগলে রেখেছেন, পিতার মতো মায়া মমতায় আদর করেছে। সব সময় সহকর্মী বা সহকারী শিক্ষকদের দিয়েছেন দিকনির্দেশনা।
অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখেন বিদায়ী সহকারী প্রধান শিক্ষক তারকেশ্বর ঢালী। তিনি তার শিক্ষকতা জীবনের স্মৃতিচারণ করে কান্না জড়িত কণ্ঠে বক্তব্য রাখেন। বলেন ৪০ বছর শিক্ষকতা জীবনের অনেক স্মৃতি। বক্তব্যকালে দিয়েছেন শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন উপদেশ। কৃতজ্ঞতা ও ধন্যবাদে আবদ্ধ করেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নাসির উদ্দিন তপদার সহ সহকারী শিক্ষক ও কমিটির নেতৃবৃন্দের প্রতি। নিজেকে গর্বে আবদ্ধ করেছেন ৩০/৪০ হাজার শিক্ষার্থীদের মায়া করে, যত্ন করে অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করতে পেরে। অবশেষে প্রিয় প্রতিষ্ঠানের মঙ্গল কামনা করে নিজের জন্য দোয়া কামনা করেন।
উক্ত বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ সুমন মাস্টারের উপস্থাপনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিথি হিসেবে বক্তব্য রাখেন উক্ত ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উক্ত বিদ্যায়ের সাবেক সভাপতি নোয়াব খান, সাবেক সভাপতি বিপ্লবী মনিরুজ্জান শিমুল, প্রাক্তন সহকারী শিক্ষক মাওলানা মোঃ তাজুল ইসলাম।
বক্তব্য রাখেন উক্ত বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক কামাল হোসেন, সিনিয়র সহকারী শিক্ষক বশির উল্লাহ প্রধানীয়, আব্দুল হামিদ মজুমদার, সীমা রানী পাল, শিল্পী আক্তার, সুনিয়া জাহান। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন দীপ্তি রানী দাস। বিদায়ী শিক্ষকের উপর মানপত্র পাঠ করেন সহকারী শিক্ষক মোঃ সুমন মাস্টার। শুরুতেই কোরআন থেকে তেলোয়ার করেন শিক্ষার্থী মোঃ হাসিব। গিতা পাঠ করে শিক্ষার্থী নিশি রানী।
জানা যায়, বিদায়ী সহকারী প্রধান শিক্ষক তারকেশ্বর ঢালী উক্ত বিদ্যালয়ে যোগাদান করেছিলেন ০১/০৩/১৯৮৩ সালে। অবসরে গেছেন ১৫/০৮/২০২২। তার স্ত্রী খুকি রানী উক্ত ইউনিয়নের মধ্য পিংড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তিনি দুই ছেলে সন্তানের জনক। বড় ছেলে বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয় থেকে ১ম শ্রেণীতে মাস্টার্স ডিগ্রী লাভ করে। ছোট ছেলে ড্যাফোডিল ইউর্নিভারসিটিতে সিএসই তে অধ্যায়নরত।




