সোমবার ১০ই নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৭:৩৩

25.9 C
Bangladesh
সোমবার, নভেম্বর ১০, ২০২৫
spot_imgspot_img

সোমবার ১০ই নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ ২৫শে কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল ১৪৪৭ হিজরি ১৮ই জমাদিউল আউয়াল ১৪৪৭ হিজরি সন্ধ্যা ৭:৩৩

চাঁদপুরে সম্পত্তিগত বিরোধে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, আটক ৩

স্টাফ রিপোর্টার: চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নে সম্পত্তিগত বিরোধকে কেন্দ্র করে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে মো. ইউসুফ পাটওয়ারী (৪০) নামে ব্যবসায়ীকে হত্যা করা হয়েছে। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার আপন ভাই মাওলানা ইব্রাহীম পাটওয়ারী (৫৫)।

রোববার (১৬ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ওই ইউনিয়নের পশ্চিম কুমারডুগি গ্রামের পাটওয়ারী বাড়ীতে এই ঘটনা ঘটে। হত্যায় অভিযুক্তরা হলেন-ইউসুফের আপন খালাত ভাই মহিউদ্দিন প্রধানিয়া (৫৫), তার স্ত্রী খোদেজা বেগম (৪৩) ও ছেলে রমজান (২০)। তাদেরকে পুলিশ আটক করে থানায় নিয়ে যায়।

হত্যার শিকার ইউসুফ ও আহত ইব্রাহীম ওই বাড়ীর মৃত কলিম উল্লাহ পাটওয়ারীর ছেলে। ইউসুফ চাঁদপুর শহরের হকার্স মার্কেটের মোবাইল ফোন ব্যবসায়ী এবং তার ভাই ইব্রাহীম স্থানীয় একটি মসজিদে ইমামতি করেন। ইউসুফের দুই ছেলে এবং ইব্রাহীমের এক ছেলে ও এক মেয়ে।

স্থানীয় বাসিন্দা সিরাজুল ইসলাম খান বলেন, পাশের আশিকাটি ইউনিয়নের সেনগাঁও গ্রামের কাজিম উদ্দিন মৃধার ৭ মেয়ে। এর মধ্যে ফিরোজা, হনুফা ও রোকেয়া নামে তিন মেয়ে এই বাড়ীতে থাকেন। তাদের বাবা তিন মেয়েকে ১০শতাংশ করে জমি লিখে দেন। পরে আবার সবার কাছ থেকে ৮শতাংশ করে নিয়ে অন্য লোকের কাছে বিক্রি করে দেন। বাকী সম্পত্তিতে তারা বসবাস করেন। এর মধ্যে ইউসুফ পরিবার আরো সম্পত্তি ক্রয় করে বসত ঘর নির্মাণ করেন।

হত্যার শিকার ইউসুফ তাদের পাশের অংশীদার আপন খালা রোকেয়া বেগমের মেয়ে হালিমাকে বিয়ে করেন। রোকেয়া বেগম বলেন, আমার মেয়ের জামাতাকে যারা খুন করেছে তারা আমার বোন ফিরোজার ছেলে, স্ত্রী ও নাতি। তারা গত প্রায় ৪ বছর জোরপূর্বক ইউসুফদের কাছ থেকে দুই শতাংশ সম্পত্তি দাবী করে আসছে। কিন্তু তারা কোন সম্পত্তি পাবে না। কারণ বাবাই তাদের ১০ শতাংশ সম্পত্তির মধ্যে ৮শতাংশ বিক্রি করে দিয়েছেন। এই সব নিয়ে বহুবার সমাধানের চেষ্টা হয়েছে তারা মানে না। শেষ পর্যন্ত তারা ইউসুফকে কুপিয়ে হত্যা করল।

স্থানীয় গাজী বাড়ীর বাসিন্দা রাশেদ গাজী বলেন, সকালে চিকৎকার শুনে ইউসুফদের বাড়ীতে আসি। জানতে পারলাম বেলা সাড়ে ১১টার দিকে ইসুফের বড় ভাই ইব্রাহীমকে পুকুর পাড় থেকে জোর করে তাদের ঘরে নিয়ে যায় মহিউদ্দিন, তার স্ত্রী ও ছেলে। তারা ঘরে নিয়ে ধারালো গরু জবাই করার ছুরি দিয়ে ইব্রাহীমকে বুকে ও গাড়ে কুপিয়ে আহত করে। তার চিকৎকার শুনে ছোট ভাই ইউসুফ এগিয়ে গেলে তার মাথায় ও গলায় কুপিয়ে রক্তাক্ত জখম করে। ইউসুফ আহত অবস্থায় ওই ঘর থেকে বের হয়ে নিজ ঘরের সামনে এসে মাটিতে লুটিয়ে পড়ে। সেখান থেকে তাকে চাঁদপুর হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথিমধ্যে মৃত্যুবরণ করে। আর তার বড় ভাই ইব্রাহীমকে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে আশঙ্কাজনক অবস্তায় ঢাকায় রেফার করে।

রাশেদ আরো জানায়, ঘটনার পর স্থানীয় লোকজন হত্যায় জড়িত মহিউদ্দিন ও তার পরিবারের সদস্যরা যাতে পালিয়ে যেতে না পারে, তার জন্য ঘরের চারদিকে অবস্থান করে পুলিশে সোপর্দ করি।

ইউসুফের বোন রাজিয়া, নাছিম ও আমেনা আক্তার বলেন, তারা আমার এক ভাইকে কুপিয়ে হত্যা করেছে এবং আরেক ভাইকে গুরুতর আহত। আমরা এই খুনিদের বিচার চাই।

চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া বলেন, ঘটনার পর ইউসুফ পাটওয়ারীর বাড়ি পুলিশ পাঠানো হয়। ঘটনাস্থল থেকে জড়িত ৩ জনকে আটক করা হয়েছে। মরদেহ চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে থেকে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে হত্যাকান্ডের রহস্য জানা যাবে। এই ঘটনায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

ঘটনাস্থলে থাকা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মুকুর চাকমা বলেন, ঘটনাস্থল পরিদর্শন এবং লোকজনের সাথে কথা বলেছি। হত্যায় ব্যবহৃত দেশীয় অস্ত্রসহ আলামত উদ্ধারের চেষ্টা চলছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,700SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ