রবিবার ১৬ই নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ বিকাল ৩:৪৯

27.6 C
Bangladesh
রবিবার, নভেম্বর ১৬, ২০২৫
spot_imgspot_img

রবিবার ১৬ই নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ ১লা অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ ২৪শে জমাদিউল আউয়াল ১৪৪৭ হিজরি ২৪শে জমাদিউল আউয়াল ১৪৪৭ হিজরি বিকাল ৩:৪৯

উত্তর শাহতলী জোবাইদা বালিকা উবির স্কুল ড্রেস বিতরণ ও পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন

স্টাফ রিপোর্টার: চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য সাংবাদিক সোহেল রুশদীর নিজস্ব অর্থায়নে ছাত্রীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

গতকাল ২৪ ফেব্রুয়ারী (সোমবার) সকাল ১১টায় বিদ্যালয় মিলনায়তনে বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য চাঁদপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুরের নবাগত অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ লুৎফর রহমান।

প্রধান অতিথি চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ লুৎফর রহমান বক্তব্যে বলেন, ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই দাতা সদস্য জনাব সাংবাদিক সোহেল রুশদী সাহেবকে। আজকে সোহেল রুশদী সাহেবের উদ্যোগে তোমাদের স্কুল ড্রেস দিচ্ছে, এটি মহৎ কাজ। তোমাদের সামনের দিন গুলোকে সুন্দরভাবে কাজে লাগাতে হবে। জীবনের প্রথম পাবলিক পরীক্ষার মাধ্যমে তোমরা শিক্ষা জীবনের প্রথম স্বীকৃতি পাবে। এ সাফল্যের মাধ্যমে পরবর্তী সাফল্যের দরজা খুলে যায়। পড়ালেখার পাশাপশি ভালো মানুষ হতে হবে,মানবিক মানুষ হতে হবে। এ প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মরহুম এটি আহমেদ হোসাইন রুশদী সাহেবকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি। তিনি এ এলাকায় অনেক শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছে। তোমরা এই সময়টা পড়াশোনার কাজে লাগাবে। ভালো ফলাফল করে জীবনের লক্ষ্যে পৌঁছবে। জ্ঞান অর্জনের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাবে। তোমাদের মূল লক্ষ জ্ঞান অর্জন ও ভালো মানুষ হওয়া। পিতা-মাতা ও শিক্ষকদের সবার প্রতি শ্রদ্ধা ও সম্মান দেখাতে হবে। এই সমাজ আলোকিত করতে তোমাদের ভূমিকা থাকবে এ প্রত্যাশা রাখি।

শাহতলী জিলানী চিশতী কলেজের জ্যেষ্ঠ প্রভাষক মো: জহিরুল ইসলাম খান মুরাদের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ।
বিশেষ অতিথির বক্তব্যে চাঁদপুর জেলা শিক্ষা অফিসার বলেন, আমাদের সকলের সুপরিচিত মিডিয়া ব্যক্তিত্ব সাংবাদিক সোহেল রুশদী একজন শিক্ষা বান্ধব ব্যক্তিত্ব। তিনি আমাদের শিক্ষা পরিবারের সদস্য। শিক্ষার উন্নয়নে কাজ করেন। তোমরা দেশ ও জাতির আগামী দিনের ভবিষ্যৎ। এসএসসি শিক্ষা জীবনের প্রথম জার্নি। সামনে এসএসসি পরীক্ষার মাধ্যমে যদি মেধা ও দক্ষতার পরিচয় দিতে পারো তাহলে ভালো একটি জায়গায় যেতে পারবে। জীবনের সফলতার জন্য একটি পাওয়ার হাউজ আছে, তা হলো তোমার মা। আলোকিত মানুষ হতে হলে মা-বাবাকে সম্মান করতে হবে। মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস্ত। নবীজি বলেছেন পিতা-মাতার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি। পৃথিবীতে পিতা-মাতা সন্তানের খুশিতে খুশি হয়। সন্তান উচ্চপর্যায়ে গেলে পিতা মাতা ও শিক্ষক এই দুই শ্রেণীর মানুষ খুশি হয়। তোমরা শিক্ষককে সম্মান করতে হবে। মোবাইলটা হলো ডিজিটাল মাদক, তোমাদের ডিজিটাল মাদক থেকে দূরে থাকতে হবে। তোমরা আলোকিত মানুষ হয়ে দেশের সেবা করতে হবে।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য চাঁদপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।
সাংবাদিক সোহেল রুশদী তার বক্তব্যে বলেন, ১৯৪৮ সালের উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন বিশিষ্ট শিক্ষাবিদ আমার দাদা মরহুম এটি আহমেদ হোসেন রুশদী সাহেব। রুশদী মানে আলোক বর্তিকা।বিশেষ করে নারী শিক্ষার উন্নয়নে তিনি এ প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করে গেছেন। তিনি নিজে আলোকিত মানুষ ছিলেন, এলাকাও আলোকিত করেছেন। এ এলাকায় প্রাথমিক থেকে উচ্চ শিক্ষার সুযোগ করে দিয়েছেন তিনি। আজকের দুটি প্রোগ্রাম এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও স্কুলের ছাত্রীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ। এসএসসি পরীক্ষার্থীদের বিদায় আজকে। বিদায় উচ্চ শিক্ষার জন্য এক ধাপ আগানোর একটি সুযোগ। এসএসসি পরীক্ষা জীবনের একটি গুরুত্বপূর্ণ ধাপ। তোমাদের মোবাইল আসক্তি কমাতে হবে। এই প্রতিষ্ঠানের মেয়েরা যথেষ্ট ভদ্র ও গুণীজনদের সম্মান দিতে শিখেছে। শৃঙ্খলা ও ভদ্রতা সুন্দরভাবে আয়ত্ত করেছে। প্রযুক্তিকে ইতিবাচক উদ্দেশ্যে ব্যবহার করতে হবে। তোমাদের ভালো ও মানবিক মানুষ হতে হবে। পড়ালেখা সহ শিক্ষা কার্যক্রমে সক্রিয় থাকতে হবে। আমি আশা করছি তোমরা সকলে পাশ করে এ বিদ্যালয় এর সুনাম অর্জন করবে। তোমাদের পরীক্ষার আগ পর্যন্ত যে সময়টুকু আছে এই সময় পড়াশোনার প্রতি মনোযোগী হতে হবে।
তিনি বলেন, তোমাদের পাশে রয়েছে জিলানী চিশতী কলেজ। সকলে এসএসসি পরীক্ষায় পাস করে এ কলেজে ভর্তি হতে পারবে। এ কলেজে শিক্ষার মান অনেক ভালো। তোমরা মানবিক ও মূল্যবোধ সম্পন্ন হতে হবে। তোমরা স্বপ্ন দেখবে, বিসিএস ক্যাডার হবে। দেশের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবে এবং এর জন্য স্বপ্ন তোমাদের থাকতে হবে। আমি জুলাই আগস্ট গণঅভ্যুথানে যারা শহিদ হয়েছে, তাদের রুহের মাগফিরাত কামনা করছি। আর যারা আহত হয়েছে তাদের দ্রুত সুস্থ্যতা কামনা করছি।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা শিক্ষা অফিসের সহকারি শিক্ষা পরিদর্শক মোহাম্মদ আজিজুর রহমান, শাহতলী কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইন, জিলানী চিশতী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: গোলাম সারওয়ার, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মোহসীন উদ্দিন, উত্তর সাহাতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ নুরুজ্জামান, সমাজসেবক মো: নুরুজ্জামান মুন্সি, ৪নং ওয়ার্ড (শাহতলী) বিএনপির সভাপতি মো: জাহাঙ্গীর আলম খান, ৪নং ওয়ার্ড (শাহতলী) বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আজিজ মিজি, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা মোসাম্মৎ রুবিনা আক্তার, সিনিয়র শিক্ষিকা মেহেরুন্নেছা, সহকারি শিক্ষক দীপঙ্কর দে, সহকারি শিক্ষক মাওলানা আব্দুল মান্নান, সহকারি শিক্ষক মো: নেছার আহমেদ খান, ৩০নং মধ্য শাহতলী কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা আয়শা আক্তার, জিলানী চিশতী কলেজে অফিস ইনচার্জ মোঃ রানা সরকার, বিদ্যালয়ের অফিস ইনচার্জ মাওলানা মামুন হোসাইন। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন, পরীক্ষার্থী নুসরাত জাহান, দশম শ্রেনির শিক্ষার্থী আলিছা মৌ।

অনুষ্ঠানে ছাত্রীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ করেন প্রধান অতিথি চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ লুৎফর রহমান, বিশেষ অতিথি চাঁদপুর জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য সাংবাদিক সোহেল রুশদীসহ অতিথিবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ লুৎফর রহমান, বিশেষ অতিথি চাঁদপুর জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ ও চাঁদপুর জেলা শিক্ষা অফিসের সহকারি শিক্ষা পরিদর্শক মোহাম্মদ আজিজুর রহমান কে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা ক্রেস্ট প্রদান করেন বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য সাংবাদিক সোহেল রুশদী।
অনুষ্ঠানে দোয়া, মিলাদ ও মুনাজাত পরিচালনা করেন শাহতলী কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইন। শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বিদ্যালয়ের শিক্ষার্থী তাসমিয়া আক্তার।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,800SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ