স্টাফ রিপোর্টার: হাইমচর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনের নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। গত ১৫ ফেব্রুয়ারী জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক ও সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্যাহ সেলিমের স্বাক্ষর এক পত্রে অ্যাড. শামছুল ইসলাম মন্টুকে প্রধান নির্বাচন কমিশনার করা হয়।
এছাড়াও অ্যাড. জসিম উদ্দিন মেহেদীকে নির্বাচন কমিশনার ও অ্যাড. জাবির হোসেনকে সহকারী নির্বাচন কমিশনার করা হয়।
স্বাক্ষরিত পত্রে আরো উল্লেখ করা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কুমিল্লা বিভাগীয় টিমের নির্দেশক্রমে চাঁদপুর জেলাধীন হাইমচর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠানে বিশেষ করে সভাপতি/সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্ধি প্রার্থীদের মধ্যে প্রত্যক্ষ ভোটের আয়োজন করার জন্য নিম্নে উল্লেখিত বিজ্ঞ আইনজীবীদের সমন্বয়ে নির্বাচন কমিশন গঠন করা হইল। উক্ত নির্বাচন কমিশন নির্বাচন অনুষ্ঠানের জন্য যাবতীয় ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি গ্রহণ করবেন এবং একটি ত্রুটিযুক্ত নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা গ্রহণ করবেন। প্রকাশ থাকে যে, উক্ত নির্বাচন অনুষ্ঠান তত্ত্বাবধানের জন্য কুমিল্লা বিভাগীয় টিমের ৩ জনের মধ্যে এক বা একাধিক সদস্য উপস্থিত থাকবেন। হাইমচর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন আগামী ২৬ ফেব্রুয়ারী সকাল ১০টায় হাইমচর উপজেলার সুবিধাজনক স্থানে অনুষ্ঠিত হইবে।




