রবিবার ১৬ই নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ বিকাল ৩:৪৭

27.6 C
Bangladesh
রবিবার, নভেম্বর ১৬, ২০২৫
spot_imgspot_img

রবিবার ১৬ই নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ ১লা অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ ২৪শে জমাদিউল আউয়াল ১৪৪৭ হিজরি ২৪শে জমাদিউল আউয়াল ১৪৪৭ হিজরি বিকাল ৩:৪৭

জাটকা রক্ষা অভিযান ২০২৫ উপলক্ষে চাঁদপুরে সচেতনতামূলক সভা

স্টাফ রিপোর্টার: “জাটকা মাছ রক্ষা পেলে, বারো মাস ইলিশ মেলে”—এই স্লোগানকে সামনে রেখে চাঁদপুরে জাটকা রক্ষা অভিযান ২০২৫ উপলক্ষে এক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ২০২৪-২৫ অর্থবছরের ‘ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা (১ম সংশোধিত)’ শীর্ষক প্রকল্পের আওতায় চাঁদপুর জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

চাঁদপুরের বড় স্টেশন (মোলহেড) এলাকায় সকাল ১১:৩০টায় অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুরের পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব পিপিএম, নৌ-পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার সৈয়দ মোশফিকুর রহমান, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ আমিরুল ইসলাম, চাঁদপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত জামিল সৈকত, এবং চাঁদপুর কোস্টগার্ড স্টেশন কমান্ডার সাব লেফটেন্যান্ট মোঃ ফজলুল হক। সভায় সভাপতিত্ব করেন চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা মোঃ গোলাম মেহেদী হাসান।

সভায় বক্তারা ২৫ সেন্টিমিটারের চেয়ে ছোট ইলিশ সংরক্ষণের গুরুত্ব তুলে ধরেন এবং মার্চ-এপ্রিল দুই মাস জাটকা সংরক্ষণ কার্যক্রম সফল করতে সকলকে সহযোগিতা করার আহ্বান জানান। নৌ-পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার জনাব সৈয়দ মোশফিকুর রহমান বলেন, “সরকারি নির্দেশনা অনুযায়ী নৌ-পুলিশ চাঁদপুর মৎস্য অভয়াশ্রম রক্ষায় কঠোর অবস্থানে থাকবে। চাঁদপুর অঞ্চলের ১২টি থানা ও ফাঁড়ি থেকে দুই শতাধিক অফিসার ও ফোর্স ২৬টি নৌ টহল টিমের মাধ্যমে ২৪ ঘণ্টা মেঘনা ও পদ্মা নদীতে দায়িত্ব পালন করবে।”

তিনি আরও বলেন, “এই সময়ের মধ্যে কোনো জেলে যেন অভয়াশ্রম এলাকায় মাছ ধরতে না নামে, তা নিশ্চিত করতে কঠোর নজরদারি থাকবে। আইন অমান্য করে কেউ মাছ ধরতে নামলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।” এছাড়া, পুলিশ সুপার সকল জেলেদের প্রতি অনুরোধ জানান নৌ-পুলিশের ওপর হামলা বা বাধা সৃষ্টি না করার জন্য, অন্যথায় কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। গত ১ মার্চ তারিখ এবং আজ আইন অমান্য করে চাঁদপুর অভয়ারণ্যে মৎস্য শিকারের কারণে দুটি মামলায় চারজন গ্রেফতার হয়েছে ।

অনুষ্ঠানে বিভিন্ন মৎস্যজীবী সংগঠনের নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তারা, জনপ্রতিনিধিরা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠান শেষে জেলা প্রশাসন, নৌপুলিশ, কোস্ট গার্ড ও মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা ও সদস্যবৃন্দ একসঙ্গে মেঘনা নদীর বুকে নৌ র‍্যালিতে অংশ নেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,800SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ