মতলব দক্ষিণ প্রতিনিধি: মতলব দক্ষিণ উপজেলা সদর বাজারের বিভিন্ন রাস্তায়-অবৈধভাবে ফুটপাত দখল মুক্ত করতে অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত।
২ মার্চ বেলা ১২টায় মতলব বাজারের বিভিন্ন রাস্তার দুপাশের দোকান গুলো আজকের মধ্যে সরিয়ে নেয়ার নির্দেশ প্রদান করেন । ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আমজাদ হোসেন।
এছাড়াও তিনি বিভিন্ন অনিয়মের কারণে দুটি ব্যবসা প্রতিষ্ঠানকে দুই হাজার টাকা জরিমানা করেছেন।
এ সময়ে ওসি সালেহ আহমেদ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাজমুল নাহার, যুব উন্নয়ন অফিসার ফারুক আহমেদ, মতলব প্রেসক্লাবের সাবেক সভাপতি আমির খসরু, মতলব বাজার বনিক ও জনকল্যাণ সমিতির সহ-সভাপতি মজিবুর রহমান সরকার,আঃ হান্নান অপু, সাধারন সম্পাদক ফয়সাল সরকার, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মহসীন, ক্রীড়া সম্পাদক আলমাস প্রধান, ব্যবসায়ী মনির হোসেন বেপারী, মতলব প্রেসক্লাবের সাবেক সেক্রেটারী শ্যামল চন্দ্র দাস, মাহফুজ মল্লিক, রেদওয়ান আহমেদ জাকির, প্রচার সম্পাদক সমির ভট্টাচার্য্য বলু সদস্য সফিকুল ইসলাম রিংকু উপস্থিত ছিলেন।
এর আগে তিনি মতলব পূর্ব বাজারের অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ব্যবসা প্রতিষ্ঠান পরিবদর্শন করেন ও ব্যবসায়ীদের সাথে কথা বলেন। এবং সহযোগিতার আশ্বাস দেন। মতলব বাজার বণিক ও জনকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মোঃ ফয়সাল সরকার জানান, প্রশাসনের নির্দেশনা অনুযায়ী ফুটপাত দখলমুক্ত করতে আজকে বিকেলের মধ্যেই মাইকিং করে বিষয়টি জানিয়ে দেয়া হবে।




