মতলব দক্ষিণ প্রতিনিধি : মতলব পৌরসভার ৩নং ওয়ার্ডের ভাংগারপাড় এলাকায় প্রতিপক্ষের বসত ঘরে হামলা ও ভাংচুর করেছে দুর্বৃত্তরা।
রোশনারা বেগম জানান সাবেক ১৬৬ হাল ১৮৪ ভাংগারপাড় মৌজার মধ্যে সিএস ১২ এসএ ৪ নং ডিপি ৪৯৩নং খতিয়ান ভূক্ত সাবেক ৫১৬ হাল ৬৩নং দাগে খরিদ সুত্র আমি সাড়ে তিন সতাংশ জমির মালিক যার দলিল নং ৪৪৪ – ৮-২-২০০৬ । আমার স্বামী আমার নামে এই জায়গা লিখে দিয়েছে । এই জায়গায় আমি ঘর নির্মান করেছি।
গত ৭ মার্চ রাতে আমার ভাসুরের ছেলে রোমান কাজী, জুবায়ের, তাজুল ইসলাম সহ ২০ -২৫ জন আমার ঘরে হামলা ও ভাংচুর করে । রোমান কাজী আমার ছেলেকে মিথ্যা মামলা দিয়ে পুলিশে ধরিয়ে দিয়ে এ হামলা চালায়। এ ঘটনায় থানায় অভিযোগ করেছি। আমি এ ঘটনার সুস্ঠ বিচার চাই।
এ বিষয়ে রোমান কাজী জানায় এই জায়গা আমাদের । ওই জায়গায় আমরা ঘর নির্মান করতে গেলে তারা বাধা দিলে থানায় অভিযোগ করি ।
ওসি তদন্ত সুভ্রত সরকার বলেন এ বিষয়ে থানায় উভয় পক্ষ অভিযোগ করেছে ।




