স্টাফ রিপোর্টার: চাঁদপুর জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর যৌথ উদ্যোগে সদরে ৩টি অবৈধ ইটভাটা ভেঙে গুঁড়িয়ে দেয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৩ মার্চ) সকাল থেকে বিকাল পর্যন্ত ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান সরকার। বিকেলে এক বিজ্ঞপ্তিতে চাঁদপুর আর্মি ক্যাম্প থেকে এসব তথ্য জানানো হয়েছে।
প্রাপ্ত তথ্যে , যৌথ বাহিনী কর্তৃক সদর উপজেলার অবৈধ ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়। এসময় লাইসেন্সবিহীন পরিচালিত ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার লক্ষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, সদর থানা পুলিশ এবং ফায়ার সার্ভিস সহ যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে মেসার্স আফজালুর রহমান ব্রিকস ফিল্ড, মেসার্স বিআরএস ব্রিকস ম্যানুফ্যাকচারিং এবং মেসার্স এএমএস ব্রিকস নামের ৩টি ইটভাটা ভেঙে বন্ধ করে দেয়া হয়।
চাঁদপুর পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মো: মিজানুর রহমান বলেন, এর আগেও ফরিদগঞ্জ উপজেলায় ৯টি অবৈধ ইটভাটা ভেঙে গুঁড়িয়ে দেয়া হয়েছে। উচ্চ আদালতের নির্দেশে জেলায় এই ধরণের অভিযান অব্যাহত থাকবে।




