স্টাফ রিপোর্টার: চাঁদপুরে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি সদর উপজেলার উদ্যোগে আলোচনা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ মার্চ ) বিকেলে মিশন রোডস্থ রেড চিলি চাইনিজ রেস্টুরেন্টে “সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষকদের ২য় শ্রেণীর গেজেটেড পদমর্যাদা সহ ১০ম গ্রেড প্রাপ্তি” উপলক্ষে এই আলোচনা সভা দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান শিক্ষক সমিতির সভাপতি ও বাগাদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুব আলম চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা শিক্ষা অফিসার ভব রঞ্জন দাস। বিশেষ অতিথি ছিলেন, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মানসুর আহমেদ ও ইলিয়াস, জেলা স্কাউটস কমিশনার মোঃ শাহজাহান সিদ্দিকী।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, প্রধান শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও উত্তর ইচলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোস্তফা খান।




