শাহরাস্তি প্রতিনিধি: শাহরাস্তি উপজেলা প্রশাসনের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৫ মার্চ মঙ্গলবার বিকেলে শাহরাস্তি উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীর সমন্বয়ে উপজেলা পরিষদ মিলনায়তনে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার নিগার সুলতানা’র সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নিরুপম মজুমদার, উপজেলা কৃষি অফিসার আয়শা আক্তার, থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবুল বাশার, উপজেলা মাধ্যমিক কর্মকর্তা আলী আশ্রাফ খান, সমাজসেবা কর্মকর্তা আবু ইসহাক, উপজেলা আইসিটি কর্মকর্তা মোঃ শাহাজাহান, যুব উন্নয়ন কর্মকর্তা শামছুল আমীন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী কর্মকর্তা মোঃ মাহবুব আলম, নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ পারভেজ, পরিসংখ্যান কর্মকর্তা মোঃ ইব্রাহিম খলিল, মহিলা বিষয়ক কর্মকর্তা মাকছুদা আক্তার, আনসার ভিডিপি কর্মকর্তা তুলশী রানী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের প্রকৌশলী রফিকুল ইসলাম, দারিদ্র বিমোচন কর্মকর্তা মোঃ শাহাজান মিয়াসহ বিভিন্ন দপ্তরে কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন উপজেলা পরিষদ কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হাফেজ মোঃ মিজানুর রহমান।




