ফরিদগঞ্জ প্রতিনিধি: ফরিদগঞ্জে স্বেচ্ছাসেবী ও সমাজসেবামূলক সংগঠন আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশন পবিত্র মাহে রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে দরিদ্র ও নিম্ন আয়ের দেড়শাধিক পরিবারের মাঝে গরুর গোস্ত ও ঈদ উপহার বিতরণ করেছে। বৃহস্পতিবার (২৭ মার্চ ২০২৫) উপজেলার ৬নং গুপ্টি পশ্চিম ইউনিয়নের খাজুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত হয় এই অনুষ্ঠান।
আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পরিচালক পারভেজ মোশারফ বলেন, “রমজানে অনেক পরিবার ভালো খাবার খেতে পারে না। তাই আমরা চেয়েছি, অন্তত একদিনের সেহেরীতে সবাই মিলে পেট ভরে খেতে পারে, সে জন্য গরুর গোস্ত দিয়েছি। আর ঈদের দিন যাতে ঘরে সেমাই, নুডলস রান্না করে ছোট-বড় সবাই একসঙ্গে ঈদের আনন্দ করতে পারে, সে জন্য এসব উপহার দেওয়া হয়েছে। আমাদের লক্ষ্য মানুষের পাশে থাকা, তাদের দুঃখ-কষ্ট ভাগ করে নেওয়া। ভবিষ্যতেও এ ধরনের কাজ চালিয়ে যাব।”
উপহার হিসেবে প্রতিটি পরিবারকে ১ কেজি গরুর গোস্ত, ২ প্যাকেট সেমাই, ১ প্যাকেট নুডলস, চিনি ও দুধ দেওয়া হয়।
উপহার বিতরণে উপস্থিত ছিলেন তাজুল ইসলাম, জহিরুল ইসলাম, ইকবাল গাজী, শান্ত ভূঁইয়া, হিরা পাটোয়ারী, হাছান আটিয়া, জুয়েল আহম্মেদ, ফরহাদ পাটোয়ারী, কামরুল পাটোয়ারী, বৃষ্টি আক্তার, নাদিয়া আক্তার, উম্মে হাবিবা, মারজাহান মৌমিতা, সানজিদা আক্তার, নাঈম চৌধুরী, বাছির মল্লিক, সামি পাল, আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।
আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশন চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ৬নং গুপ্টি পশ্চিম ইউনিয়নে মানবিক ও সামাজিক উন্নয়নে কাজ করে। সংগঠনটি অরাজনৈতিক এবং স্বেচ্ছাসেবী। দরিদ্র, নিম্ন আয়ের ও সুবিধাবঞ্চিত মানুষদের সহায়তা করা এর প্রধান লক্ষ্য। শীতবস্ত্র বিতরণ, শিক্ষা সহায়তা, রক্তদান কর্মসূচি, অসহায়দের চিকিৎসা সহায়তা ও বিভিন্ন দুর্যোগকালীন ত্রাণ কার্যক্রম পরিচালনা করে আসছে সংগঠনটি। স্থানীয় যুবকদের উদ্যোগে পরিচালিত এই সংগঠন সমাজের কল্যাণে সবসময় কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে।




