শনিবার ৮ই নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ দুপুর ১:২৪

29.4 C
Bangladesh
শনিবার, নভেম্বর ৮, ২০২৫
spot_imgspot_img

শনিবার ৮ই নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ ২৩শে কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ ১৬ই জমাদিউল আউয়াল ১৪৪৭ হিজরি ১৬ই জমাদিউল আউয়াল ১৪৪৭ হিজরি দুপুর ১:২৪

মাদকের ক্ষেত্রে থানা পুলিশ জিরো টলারেন্স -ওসি মোহাম্মদ বাহার মিয়া

স্টাফ রিপোর্টার: ইব্রাহীমপুরে মাদক, ইভটিজিং, চাঁদাবাজী, চুরী ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধক শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৬ এপ্রিল) বিকেলে ইব্রাহীমপুর ঈদগাহ বাজার বাস স্ট্যান্ড মাঠে ইব্রাহীমপুর ইউনিয়নের সচেতন উলামা ঐক্য পরিষদ এই আলোচনা সভার আয়োজন করেন।

আলোচনা সভায় সভাপতির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শেখ মুহাম্মাদ জয়নাল আবেদীন।

ইব্রাহীমপুর ইউনিয়ন সচেতন উলামা ঐক্য পরিষদের নেতা মুফতি আব্দুল কাদির এর পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর সদর মডেল থানার ওসি মোহাম্মদ বাহার মিয়া।

তিনি তার বক্তব্যে বলেন, বাংলাদেশের এমন কোন জায়গা নেই যেখানে মাদক নেই, মাদককে আমরা একেবারে নির্মূল করতে পারবো না। কিন্তু কন্ট্রোল করতে পারব। মাদক নিয়ন্ত্রণ করার জন্য সর্বপ্রথম চাই আপনাদের সহযোগিতা। আপনাদের সহযোগিতা ছাড়া কোনভাবেই মাদক নিয়ন্ত্রণ করতে পারবোনা। মাদকের ক্ষেত্রে আমরা থানা পুলিশ জিরো টলারেন্স। সে যেই হোক, কোন ছাড় নেই। সে রাজনৈতিক ব্যক্তি হোক কিংবা কোন বিজ্ঞ আলেম হোক কিংবা গরীব কৃষক হোক সে যেই হোক মাদকের ক্ষেত্রে তার কোন ছাড় হবে না। কোন প্রকার মাদককেই আমরা সমর্থন করিনা। আপনাদের প্রতি অনুরোধ, যে ঘরে, যে বাড়িতে অথবা যে এলাকায় মাদক সেবী ও মাদক ব্যবসায়ী পাবেন আমাকে ফোন দিবেন। আপনারা কেউ আইন নিজের হাতে তুলবেন না, শুধু আমাকে জানাবেন স্যার একটা মাদক ব্যবসায়ী ধরেছি।

তিনি আরো বলেন, কিশোরগ্যাং কারা আপনার আমার সন্তানরা। আপনারা আপনাদের সন্তানদেরকে দেখভাল করবেন, আপনার সন্তানরা কোথায় যায়, কার সাথে মিশে, পড়ালেখা করে কিনা একটু দেখবেন। আমরা যারা অভিভাবক আছি তারা একটু সচেতন হলেই নিশোরগ্যাং নিয়ন্ত্রন করা সম্ভব।

তিনি বলেন, আপনারা আপনাদের মেয়েকে ১৮ বছরের আগে কখনোই বিয়ে দিবেন না। এতে অনেক সমস্যার সৃষ্টি হয়।

আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাফরাবাদ হাফিজিয়া মাদ্রাসার প্রধান মুফতি হাফেজ মাওলানা মুফতি ত্বোহা খান, ইসলামী আন্দোলনের জেলা জয়েন সেক্রেটারি শাহ জামাল গাজী সোহাগ, ইব্রাহীমপুর ইউনিয়ন সচেতন উলামা ঐক্য পরিষদ নেতা ও আদালত পাড়া মারিফুল কুরআন হাফিজিয়া মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা নাসির উদ্দিন, সাংবাদিক এইচ.এম নিজাম, ইব্রাহীমপুর ইউনিয়ন সচেতন উলামা ঐক্য পরিষদ নেতা মুফতি আল আমিন, মুফতি সুলতান মাহমুদ, মাওলানা হাসান জামিল, জামাত নেতা হাফেজ মোহাম্মদ মোস্তফা, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোহাম্মদ রাসেল।

এছাড়াও সচেতনতা সভায় স্থানীয় সকল ওলামায়ে কেরাম, মসজিদের খতিব ও গণ্যমান্য রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,700SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ