রবিবার ১৬ই নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ বিকাল ৩:২৫

27.7 C
Bangladesh
রবিবার, নভেম্বর ১৬, ২০২৫
spot_imgspot_img

রবিবার ১৬ই নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ ১লা অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ ২৪শে জমাদিউল আউয়াল ১৪৪৭ হিজরি ২৪শে জমাদিউল আউয়াল ১৪৪৭ হিজরি বিকাল ৩:২৫

চাঁদপুরে অসুস্থ সাংবাদিকদের কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ

স্টাফ রিপোর্টার: চাঁদপুরে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে ৯ জন অসুস্হ সাংবাদিকদের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

সোমবার (৭ এপ্রিল) বিকেলে চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ৯ জন সাংবাদিককে ৪ লাখ ৮০ টাকা প্রদান করা হয়।

প্রধান অতিথি বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ অনুদানের চেক সাংবাদিকদের হাতে তুলে দেন ।

প্রধান অতিথি বলেন, বিগত প্রায় ১১ বছর কল্যাণ ট্রাস্টের টাকা বিতরণ হয়েছে একটি মতাদর্শের লোকদের মাঝে। পর্যালোচনা করে দেখছি ৬ হাজার চেকের মধ্যে এক পত্রিকার একজন পেয়েছে। একই লোক বার বার অনুদান পেয়ে একসময় আবেদনের যোগ্যতা হারিয়েছে। মূলত তখন বৈষম্য করা হয়েছে।

ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে অর্জিত নতুন বাংলাদেশে বৈষম্য হবে না। এখানে যিনি পেশায় সাংবাদিক এবং অসুস্থ তিনি অবশ্যই অনুদান পাবেন। আমরা কোন মতাদর্শ দেখব না। যোগ্য ব্যক্তি আবেদনের মাধ্যমে সহায়তা পাবেন।

সাংবাদিক নেতা আরো বলেন, আমরা সাংবাদিক দের কল্যাণে নানা উদ্যোগ গ্রহণ করেছি। আমাদের সন্তানদের পড়ালেখার জন্য বৃত্তি প্রদান করা হচ্ছে। বীমা করার জন্যও চিন্তা ভাবনা চলছে। আমরা চাইবো সাংবাদিকরা বিনামূল্যে চিকিৎসা পাক এমন একটি হাসপাতাল প্রতিষ্ঠা করা। যেখানে সাংবাদিক ছাড়া অন্যরা অর্থ ব্যয় করে চিকিৎসা নিবেন। গত ১৫ বছর ৬০ জন সাংবাদিক হত্যার শিকার হয়েছেন। অনেকে পঙ্গুত্ব বরণ করেছেন। আমরা সাংবাদিকতা করার জন্য এখন একটি মুক্ত ও স্বাধীন সময় পেয়েছি। এই সময়টাকে আমাদের কাজে লাগাতে হবে। তবে এক্ষেত্রে সুযোগ পেয়ে অপসংবাদিকতা করা যাবে না। নতুন বাংলাদেশের বর্তমান সরকার নানা উদ্যোগ নিয়ে কাজ করে যাচ্ছে। গণমাধ্যমেও সংস্কার করা হচ্ছে। সংস্কার এই দেশে সাংবাদিকদের কাজ করা অনেকটা চ্যালেঞ্জিং হবে। এই চ্যালেঞ্জ মোকাবিলা করে দেশ গড়ায় আমাদের এগিয়ে যেতে হবে।

জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব ও প্রেসক্লাব সভাপতি রহিম বাদশা।

আমন্ত্রিত অতিথির মধ্যে, বাংলাদেশের খবর পত্রিকার সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন আহমেদ ও দৈনিক গণজাগরণ পত্রিকার উপদেষ্টা সম্পাদক ফরিদ আহমেদ রিপন।

প্রেসক্লাব সাধারণ সম্পাদক কাদের পলাশের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, সাবেক সভাপতি জালাল চৌধুরী, গিয়াস উদ্দিন মিলন, শাহাদাত হোসেন শান্ত, সাবেক সাধারণ সম্পাদক সোহেল রুশদী, জিএম শাহীন, মির্জা জাকির, লক্ষ্মন চন্দ্র সূত্রধর, আল ইমরান শোভন ও রিয়াদ ফেরদৌস।
উপস্থিত ছিলেন, জ্যেষ্ঠ সাংবাদিক অধ্যাপক দেলোয়ার আহমেদ, মুনির চৌধুরী, প্রথম আলোর প্রতিনিধি আলম পলাশ, সময় টিভির প্রতিনিধি ফারুক আহমেদ, প্রেসক্লাব যুগ্ম সম্পাদক আব্দুল আউয়াল রুবেল, সাংগঠনিক সম্পাদক তালহা জুবায়ের, ইব্রাহিম রনি ও কোষাধ্যক্ষ সালাউদ্দিন খান।

অনুষ্ঠানের শুরুতে সাংবাদিকদের সাথে পরিচিত হন সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,800SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ