স্টাফ রিপোর্টার: চাঁদপুরে বিভিন্ন স্কুল -কলেজের শিক্ষার্থীরা ফিলিস্তিনের গাজায় ইসরাইলি বাহিনীর নৃশংস হামলা ও গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
সোমবার (৭ এপ্রিল) সকাল ১১টার হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জড়ো হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তারা ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরায়েলি দখলদার বাহিনীর দ্রুত হামলা বন্ধের দাবি জানিয়ে বলেন, বিশ্ব মানবতার এই দুর্দিনে আমাদের সবাইকে মজলুম ফিলিস্তিনিদের পাশে দাঁড়াতে হবে এবং যুদ্ধবিরতি লঙ্ঘনের দায়ে নেতানিয়াহু সরকার ও ইসরায়েলকে বিচারের মুখোমুখি করতে বিশ্ব নেতাদের প্রতি জোর দাবি জানান।




