চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা ও বালিয়া ইউনিয়নের পৃথক ঘটনায় পুকুরের পানিতে ডুবে মা ছেলে সহ ২ জনের মৃত্যু হয়েছে।
বুধবার ( ৯ এপ্রিল) সকাল ১১ টার দিকে এই ঘটনা ঘটে।
হাসপাতাল ও স্বজনদের সাথে কথা বলে জানা গেছে, সদর উপজেলার চান্দ্রা ইউনিয়নের বাখরপুর গ্রামের হাওলাদার বাড়ি (বাবার বাড়িতে বেড়াতে) আসে খাদিজা আক্তার (৩০) ও তার দুই সন্তান। সকাল ১১টার দিকে দুই ছেলেকে নিয়ে গোসল করতে নামে বাড়ির পুকুরে। দুই ছেলে ও মা কেউই সাঁতার জানে না। তন্মধ্যে বড় ছেলে ও ছোট ছেলে পানিতে তলিয়ে গেলে মা বড় ছেলেকে উদ্ধার করতে পারলেও, ছোট ছেলে আবু বকর (৭) এর জন্য পানিতে ডুব দেয়ার পর দু”জনেই পানিতে তলিয়ে যায়।
পরে বাড়ির লোকজন তাদেরকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসলে জরুরী বিভাগের চিকিৎসক বিল্লালুর রহমান তাদের মৃত ঘোষণা করেন।
নিহত খাদিজা আক্তার এর বোনের মেয়ে কুলসুমা জানায়, খাদিজা গতকাল বাবার বাড়িতে বেড়াতে এসেছে । তাদের মূল বাড়ি ফরিদপুর। স্বামী লোকমান সহ ঢাকায় থাকেন। আজকেই তাদের ঢাকায় যাওয়ার কথা ছিল।
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ বাহার মিয়া জানান, আইনি প্রক্রিয়া শেষে এসব মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।




