স্টাফ রিপোর্টার: চাঁদপুরে কেক কাটা ,রেলিও আলোচনা সভার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে একুশে টেলিভিশনের ২৫তম প্রতিষ্ঠা বার্ষিকী।
সোমবার সকালে চাঁদপুর সরকারি মহিলা কলেজ প্রাঙ্গণে এই সভার আয়োজন করেন চাঁদপুর প্রতিনিধি নেয়ামত হোসেন।
কলেজ অধ্যক্ষ ডক্টর মোঃ মাসুদুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অন্যান্য অতিথিদের নিয়ে কেক কাটেন।
আলোচনা সভায়, প্রধান অতিথিও আমন্ত্রিত অতিথিবৃন্দ টেলিভিশনের পরিচালক, কলাকৌশলী, কর্মকর্তা , বিজ্ঞাপন দাতা ও দর্শক শ্রোতাদের শুভেচ্ছা জানান।
এ সময় উপস্থিত ছিলেন, চাঁদপুর সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ ডক্টর ইকবালুর রহমান, মোঃ এনামুল হক, ড. মোহাম্মদ মাসুদ হোসেন, জীবন কানাই সাহা, দৈনিক আলোকিত চাঁদপুর পত্রিকার সম্পাদক মোঃ জাকির হোসেন, ফরিদগঞ্জ উপজেলা বিএনপি’র দপ্তর সম্পাদক শফিউল্লাহ হায়দার, কর্ণফুলী হাসপাতালের চেয়ারম্যান আব্দুল কুদ্দুস মুন্সী সহ কলেজের অন্যান্য শিক্ষক- শিক্ষার্থী, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।




