স্টাফ রিপোর্টার: চাঁদপুরের কচুয়ার বিতারা গ্রামের নুরুল হক হত্যাকারী আসামীরা ২২ দিন পেরিয়ে গেলেও গ্রেফতার হয়নি। প্রধান আসামী শুক্কুর আলী সহ অন্যান্য আসামীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবিতে এলাকাবাসী বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে।
শনিবার (৩ মে) সকালে বিতারায় একটি মার্কেট এলাকায় ভূক্তভোগী পরিবার ও এলাকাবাসীর আয়োজনে শতাধিক নারী পুরুষ এই মানববন্ধনে অংশগ্রহন করে।
মানববন্ধনে বক্তারা বলেন, ২২ দিন পেরিয়ে গেলেও আসামিরা এখনও ধরা ছোয়ার বাইরে।
পরিকল্পিতভাবে একই এলাকার শুক্কর আলী, জাহাঙ্গীর আলম ও জালাল মুঠোফোনে ডেকে নিয়ে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে নুরুল হককে হত্যা করে। তারা হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও ফাসিঁর দাবি জানান।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, নিহতের স্ত্রী জাহানারা বেগম, ছেলে জহিরুল ইসলাম, বোন তাসলিমা, ভাই মহসিন হোসেন, এলাকার পারভীন আক্তার, নারগিস, হাসু বেগম, সাদ্দাম হোসেন, আব্দুর গফুর, মুজাহিদুল ইসলাম মানিক, মাওলানা মোজাম্মেল হক, কাজী মো: শাহজাহান, আব্দুল আউয়াল ও আনিছুর রহমান সহ স্থানীয় এলাকাবাসী।
উল্লেখ্য , গত ১২ এপ্রিল রাতে পূর্ব শত্রুতার জেরে ঘর থেকে ডেকে নিয়ে নুরুল হককে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে একই এলাকার শুক্কুর আলী সহ তার সহযোগীরা । খবর পেয়ে পরদিন রবিবার নিহতের ক্ষতবিক্ষত মৃতদেহ পুলিশ উদ্ধার করে। নিহত নুরুল হক একই গ্রামের মৃত: সুলতান মিয়ার ছেলে। খবর পেয়ে ওইদিন চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো: লুতফুর রহমান, কচুয়া থানার ওসি আজিজুল ইসলাম, ওসি তদন্ত জিয়াউল হক ও ডিবি’র সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। ঘটনায় পুলিশ জালাল উদ্দিন নামের এক গ্রাম পুলিশকে আটক করেছে।




