সোমবার ১০ই নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৭:০৭

25.9 C
Bangladesh
সোমবার, নভেম্বর ১০, ২০২৫
spot_imgspot_img

সোমবার ১০ই নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ ২৫শে কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল ১৪৪৭ হিজরি ১৮ই জমাদিউল আউয়াল ১৪৪৭ হিজরি সন্ধ্যা ৭:০৭

বর্ণাঢ্য আয়োজনে হাজীগঞ্জে শ্রমিক দলের প্রতিষ্ঠাবার্ষিকী

হাজীগঞ্জ প্রতিনিধি: ‘হাজীগঞ্জ-শাহরাস্তির সাধারণ মানুষসহ ব্যবসায়ীদের কথা দিলাম, আমি নির্বাচিত হলে আপনারা শান্তিতে থাকবেন। আমার কোনো নেতা-কর্মী আপনার কষ্টের কারণ হবে না। আর যদি এমন কেউ হয়েই থাকে তার বিষয়ে আমরা আইনী ব্যবস্থা বা সাংগঠনিক ব্যবস্থা নেবো। আমাদের কেউ যদি দরবারের নামে চাঁদাবাজি করে, অন্যের জায়গা জমি-দখল করে, তাহলে আমাকে জানাবেন। আমার দলে এমন দু-একজন যে নেই তা না, তবে আমাকে জানালে আমি সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা নেবো।’

হাজীগঞ্জ উপজেলা ও পৌর শ্রমিক দলের আয়োজনে শুক্রবার (২ মে ২০২৫) বিকেলে হাজীগঞ্জ পশ্চিম বাজারস্থ উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে আয়োজিত শ্রমিক দলের প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালি-পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) নির্বাচনী এলাকার বিএনপির সমন্বয়ক, কেন্দ্রীয় বিএনপি কার্যনির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হক।

প্রধান অতিথির নেতৃত্বে বিশাল ও বর্ণাঢ্য র‌্যালিটি হাজীগঞ্জ পশ্চিম বাজার বিএনপির দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে পুরো হাজীগঞ্জ বাজার প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।

বক্তব্যে সুযোগসন্ধানী নেতা-কর্মীদের উদ্দেশ্যে ইঞ্জি. মমিনুল হক বলেন, বিএনপি ক্ষমতায় আসার আগেই ঠিক হয়ে যান, আমরা কোনো অন্যায় সুযোগ দেবো না। আপনারা অনেকে মামলার কারণে আগে ঘরে ঘুমাতে পারতেন না, এখন ঘরে ঘুমান। আগে সন্তানদের মুখ দেখতে পারতেন না, এখন সন্তানদের মুখ দেখতে পারেন। আপনারা এতেই শান্তিতে থাকেন। এর চেয়ে আর বেশি কী আশা করতে পারেন। তাই অনুরোধ করবো, আপনি যেনো অন্য কারো হুমকি না হন, তাহলে আমরা ব্যবস্থা নেবো। সাধারণ মানুষের শান্তি বিনষ্ট করতে দেয়া হবে না। ইদানীং বিভিন্ন অনুষ্ঠানে গেলে দেখি, আমাদের অনেক কর্মী ক্লান্ত শরীরে অনুষ্ঠানে বসে থাকেন আর সুগন্ধিধারী অনেককে দেখি খুব হাঁকডাক দিতে। আপনাদের সবাইকে আমার চেনা আছে। সুগন্ধিধারীরা আমার থেকে দূরে থাকবেন। যারা গত ১৭ বছর জেল-জুলুম সয়েছে, তাদেরকে আমি সামনে রাখবো। অতীতে আমাদের যারা নৌকাতে ভোট দিয়েছেন, এখন জামা পাল্টিয়ে সামনে আসতে চান, তারা দলের দুঃসময়ে কাছে আসবেন, তা হবে না। ২০০৮ ও ২০১৮ সালে যারা ধানের শীষে ভোট দেয় না, এবারও তারা ধানের শীষে ভোট দেবে না, এদেরকে আপনারা চিনে রাখবেন। ঝুনা (পরিপক্ক) বিএনপির পরিচয় দেন, আগে তো নৌকাতে ভোট দিয়েছেন, এবারে তা চলবে না।

প্রশাসনকে উদ্দেশ্য করে ইঞ্জি. মমিনুল হক বলেন, পুলিশ বলে বিএনপির লোকেরা নাকি থানায় যায়। আমি আমার নেতা-কর্মীদের বলেছি তারা যেনো থানায় না যায়। ইউএনও সাহেব কোটাভিক্তিক দাওয়াত দিবেন না, আগের মতো দলবাজি করবেন না, এক দলকে বেশি ডাকবেন অপর দলকে ডাকবেন না, এটা হবে না। বিএনপিকে খাটাে করে দেখার সুযোগ নেই।। গত ৫ আগস্ট দুপুরের পর আমাদের কর্মীরা আপনাদের থানা ও উপজেলা পাহারা দিয়েছে।

হাজীগঞ্জ বাজারসহ ব্যবসায়ীদের উদ্দেশে মমিনুল হক বলেন, হাজীগঞ্জে বড়ো বড়ো ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। এখানে যারা শ্রমিক হিসেবে কাজ করে তাদের প্রাপ্য সঠিক সময় ও ঠিক মতো দিবেন। গত ৫ আগস্টের পর সকল ব্যবস্থা যখন ভেঙ্গে পড়ে, তখন আমাদের লোকেরা হাজীগঞ্জকে শান্ত রেখেছে। হাজীগঞ্জ বাজারের চাঁদা বন্ধ করতে চাই, শান্তি চাই। অতীতে সরকারের ছত্রছায়ায় কিছু লোক বাজারে আকাম-কুকাম করে এদেরকে সবাই চিনেন। এরাই একটি মার্কেটে ৩০টি দোকানের মালিক হয়েছে। আমি চেষ্টা করে যাচ্ছি দুই উপজেলার লোকজনকে ভালো রাখতে, শান্তিতে রাখতে। আমি সবাইকে বলেছি কেউ কোনো চাঁদা দেবেন না, এটা আমরা রুখবোই।

কৃতজ্ঞতা স্বীকার করে মমিনুল হক বলেন, আমি মতিন সাহেবের কর্মী হিসেবে বলতে চাই, আমাদের কোনো অনুষ্ঠানে কেউ চাঁদা দিয়েছেন কিনা বলতে পারবেন না। আমি ব্যক্তিগতভাবে দলের হাজার হাজার অনুষ্ঠান করেছি, কোনো ব্যবসায়ী বলতে পারবেন না আমরা কেউ অনুষ্ঠানে কারো কাছ থেকে টাকা নিয়েছি।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি (ভারপ্রাপ্ত) আলহাজ্ব ইমাম হোসেন, সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহিম পাটোয়ারী, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খোরশেদ আলম ভুট্টো, উপজেলা যুবদলের আহ্বায়ক আক্তার হোসেন দুলাল।

পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক সোহেল রানার সঞ্জালনায় বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সদস্য সচিব কাজী জসিম উদ্দিন, পৌর যুবদলের আহ্বায়ক মিজানুর রহমান সেলিম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বিল্লাল হোসেন বেলাল, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি ইমাম হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মজিবুর রহমান, উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব জুয়েল রানা তালুকদার, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি আবু ইউসুফ। অনুষ্ঠানে হাজীগঞ্জ উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়নের বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিকদলসহ সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপ্রধানের দায়িত্ব পালন করেন পৌর শ্রমিক দলের সভাপতি রাশেদ আলম হীরা ও পবিত্র কোরআন তিলাওয়াত করেন পৌর ৩নং ওয়ার্ড বিএনপি নেতা মিজানুর রহমান মিলন। অনুষ্ঠান শেষে প্রধান অতিথিসহ অন্যরা প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,700SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ