স্টাফ রিপোর্টার: চাঁদপুর অভয়াশ্রম এলাকায় জাটকা রক্ষা অভিযানের আওতায় জব্দকৃত ৭টি নৌকা উন্মুক্ত নিলাম কার্যক্রম সম্পন্ন হয়েছে।
সোমবার (৫ মে) সকাল ১০ টায় নিলাম প্রক্রিয়ায় মোট নিলাম মূল্য ৭৩ হাজার ৭শ” টাকা আদায় করা হয়। সেই সাথে ভ্যাট ও আয়কর সহ মোট ৮১ হাজার ৪শ ” ৪০ টাকা রাজস্ব আদায় করা হয়েছে।
নিলাম প্রক্রিয়ায় উপস্থিত ছিলেন- মতলব উত্তর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমা, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার বিজয় কুমার দাস, মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ আলী, মোহনপুর কোস্টগার্ড আউটপোস্টের কন্টিনজেন্ট কমান্ডার আব্দুল কাইয়ুম সহ কোস্টগার্ড সদস্যবৃন্দ। এছাড়াও স্থানীয় জেলে ও সাধারণ জনগণ নিলাম প্রক্রিয়ায় অংশগ্রহণ করেন।




