শাহরাস্তি প্রতিনিধি: চাঁদপুরের শাহরাস্তিতে রাতের আঁধারে উপজেলা পরিষদের সড়কের ল্যাম্পপোস্ট সোলার প্যানেল ও অন্যান্য মালামাল উপজেলা পরিষদের অফিস সহকারী সাহাব উদ্দিন বিক্রি করার অভিযোগ উঠেছে।
জানা যায়, শুক্রবার রাতে অফিস সহকারী সাহাব উদ্দিন উপজেলা পরিষদ সড়কের ল্যাম্পপোস্ট সোলার প্যানেলসহ বিক্রি করে দেয় ঠাকুর বাজারের ভাঙারি ব্যবসায়ী মিলনের কাছে। পরে রাতের আঁধারে মালামাল নিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন দেখে তা ‘সংবাদকর্মীদের জানায়। পরে দোকান থেকে মালামালগুলো ফেরত আনা হয়।
অভিযুক্ত সাহাব উদ্দিন সাবু জানান, এটা ভুলে হয়ে গেছে। এগুলো মূলত পরিত্যক্ত ছিল তাই বিক্রি করেছি। এখন আবার ফেরত আনা হয়েছে। বিষয়টি নিয়ে বাড়াবাড়ি না করার জন্য অনুরোধ করেন তিনি।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার নিগার সুলতানা বলেন, মালামাল বিক্রির বিষয়ে তিনি কিছুই জানেন না তবে খবর পাওয়ার পর মালামালগুলো ফেরত আনতে আদেশ দিয়েছেন তিনি।




