শনিবার ৮ই নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ দুপুর ১:৩০

29.4 C
Bangladesh
শনিবার, নভেম্বর ৮, ২০২৫
spot_imgspot_img

শনিবার ৮ই নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ ২৩শে কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ ১৬ই জমাদিউল আউয়াল ১৪৪৭ হিজরি ১৬ই জমাদিউল আউয়াল ১৪৪৭ হিজরি দুপুর ১:৩০

ফরিদগঞ্জে অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের বিদায় ও শিক্ষার্থীদের পুণর্মিলনী

স্টাফ রিপোর্টার: বিদায় মানেই বেদনা—তবুও এই বেদনার দিনকেও স্মৃতিময় করে রাখার জন্যই বর্তমান সমাজে নানান আয়োজন দেখা যায়। তেমনই এক ব্যতিক্রমধর্মী আয়োজন করেন চাঁদপুর ফরিদগঞ্জ ইসলামপুর শাহ ইয়াছিন ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা।

সোমবার (৯ জুন) সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত মাদ্রাসার প্রাঙ্গণে প্রিয় শিক্ষক-কর্মচারীদের বিদায় সংবর্ধনা ও প্রাক্তন-বর্তমান ছাত্রছাত্রীদের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। এ সময় শিক্ষকবৃন্দকে স্মৃতিচারণমূলক বক্তব্য, কবিতা আবৃত্তি, ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদানের মাধ্যমে বিদায় জানানো হয়।

অত্র মাদ্রাসার সা‌বেক ছাত্র ইসলামী ব্যাংক চক বাজার শাখা, ঢাকার সিনিয়র অফিসার মাও. শাহজালাল তালুকদার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা শিক্ষা অফিসার মুহাম্মদ রুহুল্লাহ। এ সময় তিনি বলেন, একটি মাদ্রাসা একটি এলাকার লাইট হাউজ, এখান থেকেই জ্ঞানের আলো ছড়ায়। আমাদের নবী হযরত মুহাম্মদ (সা:) এর বানী ও আল্লাহর বানী মাদ্রাসা থেকে পড়াশোনা করে সারাবিশ্বে ছড়িয়ে ছিটিয়ে দেয়। এটাই হচ্ছে ইসলামের মূল শক্তি। এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাদ্রাসা প্রতিষ্ঠার মাধ্যমে যে জ্ঞান ছড়িয়ে দেবার চেষ্টা করে তা স্বার্থক হয়েছে। মাদ্রাসা শিক্ষক ও শিক্ষার্থীদের তিনি ধন্যবাদ জানান।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য ছিলেন- বিশিষ্ট রাজনীতিবিদ ও মিডিয়া ব্যক্তিত্ব ড. ফয়জুল হক। এ সময় তিনি বলেন, আওয়ামী লীগের মতো মানুষকে গুম করবেন, খুন করবেন, অত্যাচার করবেন, অবিচার করবেন এ রকম বাংলাদেশ আমরা চাই না। কেউ যদি কারো মতের না হয় বা কারো উপর যদি আপনার অভিযোগ থাকে তাহলে আপনি তাকে আপনি তাকে আইনের আওতায় তাকে সোপর্দ করবেন কিন্তু নিজে আইন হাতে তুলে নিবেন না। এটা অপরাধ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- চাঁদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মিজানুর রহমান এবং ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ আলম (পিপিএম)।
এ সময় আরো উপস্থিত ছিলেন- যুগ্ম আহ্বায়ক মোঃ ওয়াসিক বিল্লাহ, ফয়সাল আহমেদ সহ, আ‌য়োজক ক‌মি‌টির সদস্যবৃন্দ, প্রাক্তন-বর্তমান ছাত্র-ছাত্রীবৃন্দ, শিক্ষকবৃন্দ, অভিভাবকবৃন্দ ও এলাকার সুধীজন।

আয়োজক কমিটির আহ্বায়ক অত্র মাদরাসার প্রাক্তন ছাত্র মো: মাহবুবুর রহমান এর সার্বিক তত্ত্বাবধানে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়- সহকারী অধ্যাপক মো: মিজানুর রহমান, প্রভাষক মুহাম্মদ শহীদ উল্লাহ, সহকারী মৌলভী মাও. মো: আমানুল্লাহ, সহকারী শিক্ষক আখতার হোসেন মজুমদার, সহকারী শিক্ষক সিরাজুল ইসলাম, সহকারী শিক্ষক বিল্লাল হোসেন, জুনিয়র শিক্ষক শাহ আলম, জুনিয়র শিক্ষক শাহাদাত হোসেন খান, ইব‌তেদায়ী প্রধান মো: সালেহ আহমেদ, জুনিয়র শিক্ষক শাহজাহান মজুমদার। এছাড়াও অফিস সহকারী শাহজাহান মিয়াজী, অফিস সহকারী মরহুম তরিকুল ইসলাম, পিয়ন জুলফিকার আলী, দপ্তরী হাবিব উল্লাহ, নৈশ্য প্রহরী দেলোয়ার কাজী-কে ফুল দিয়ে বরণ, ব্যাজ পড়ানো, ক্রেস্ট প্রদান, উপহার প্রদান ও আ‌র্থিক সম্মানী দেওয়া হয়।
এ সময় আবেগঘন মুহূর্ত সৃষ্টি হয়। জনৈক শিক্ষক আবেগভরা বক্তব্যে বলেন, “আকাশে চন্দ্র-সূর্য না থাকলেও যদি একঝাঁক তারা থাকে, তবে আলো ছড়াতেই থাকে। এই মাদ্রাসায় এত গুলো উজ্জ্বল নক্ষত্র থাকলে এলাকার অন্ধকার দূর হবে, তবে তাদের বিকাশের জন্য আমাদের উপযুক্ত পরিবেশ তৈরি করে দিতে হবে। আজ আমি অত্যন্ত আবেগাপ্লুত। আমার প্রাক্তন ছাত্ররা যে গুণগান গেয়েছেন, তা আমি হয়তো দিতে পারিনি। অনেক ছাত্র অর্থাভাবে পড়াশোনা চালিয়ে যেতে পারেনি, উপযুক্ত পরিবেশ দিতে না পারার কষ্ট আমার বিবেককে নাড়া দেয়। আমি মহান রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করছি।”
নান্দনিক সঞ্চালনায় ছিলেন আ‌য়োজক ক‌মি‌টির আহ্বায়ক মোঃ মাহবুবুর রহমান ও যুগ্ম আহ্বায়ক মোঃ ওয়া‌সেক বিল্লাহ, ফয়সাল আ‌মেদ। স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থীরা। কুরআন তেলাওয়াত করেন মোঃ মাইনুদ্দিন পাঠান এবং তার অনুবাদ পাঠ করেন নাঈম। হামদ ও নাতে রাসুল (সা.) পরিবেশন করেন সু‌নিপুন শিল্পী‌গোষ্ঠীর সা‌বেক প‌রিচালক নু‌রে আলম সাইফ।
বিদায় শিক্ষক-কর্মচারী ও অতিথিদের ফুল দিয়ে বরণ করেন প্রাক্তন ও বর্তমান ছাত্র-ছাত্রীবৃন্দ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,700SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ