হাজীগঞ্জ প্রতিনিধি: চাঁদপুর হাজীগঞ্জে গ্রাম পুলিশ সদস্য স্বপন সাহার বসতঘর থেকে ২০ বস্তা সরকারি চাল উদ্ধার ও তাকে আটক করা হয়েছে।
বুধবার (১৮ জুন) সকালে উপজেলার বড়কুল পূর্ব ইউনিয়নের ওই গ্রাম পুলিশের বসতঘর থেকে ২০ বস্তা সরকারি চাল উদ্ধার করে ইউনিয়ন পরিষদে নিয়ে সংরক্ষণ করা হয়।
স্থানীয়রা জানায়, গত কয়েকদিন ধরে স্বপন সাহা লোকজনের কাছে সরকারি চাল বিক্রি করছেন। বিষয়টি জানতে পেরে এলাকার লোকজন বুধবার সকালে তার বসতঘরে গিয়ে সরকারি চালের বস্তা দেখতে পায়। পরে উপজেলা প্রশাসনকে জানানো হয়।
খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ওই বাড়িতে গিয়ে স্বপন সাহার বসত ঘরের ভিতরে ৫০ কেজি ওজনের ৯ বস্তা, ৩০ কেজি ওজনের ৫ বস্তা ও চালের ১২টি খালি বস্তা দেখতে পান। এসময় ৬ বস্তা চাল বিক্রি করার কথা স্বপন স্বীকার করেছে।
অভিযুক্ত স্বপন সাহা বলেন, ভিজিএফের চাল গুলো আমি মানুষের কাছ থেকে কিনে রেখেছি। এখন বিক্রি করে দিচ্ছি।
ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান মুজিব বলেন, ঈদুল আযহা উপলক্ষে ২ হাজার ১শ” ২৮ টি ভিজিএফ কার্ড আসে। ১৬৮ কার্ডে ১৫০ কেজি করে দেয়ার কথা রয়েছে। যা ইউনিয়ন পরিষদের সচিব, ইউপি সদস্য রশিদ ও গ্রাম পুলিশ স্বপন সাহা বিতরণ করেন।
তিনি আরো বলেন, স্বপনের সাথে কথা হলে সে জানায়, আতপ চালের কারণে অনেকে খেতে চায়না। তাই বিক্রি করে দিছে। আর বিক্রিকৃত চালগুলো সে কিনেছে। এখন ইউএনও এর নির্দেশে চালগুলো জব্দ করা হয়েছে। তদন্তে প্রমাণিত হলে, যে জড়িত থাকবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হোক।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনে আল জায়েদ হোসেন বলেন, চাল জব্দসহ অভিযুক্ত গ্রাম পুলিশ সদস্য স্বপন সাহাকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হলে চাল ক্রয় করা ব্যক্তির নাম বলতে পারেনি। কিন্তু কার কাছে সে চাল বিক্রি করেছে তা বলতে পারছে। বিতরণের সময় কেউ কেউ চাল পায়নি এমন অভিযোগও রয়েছে।
হাজীগঞ্জ থানার ওসি মোহাম্মদ মহিউদ্দিন ফারুক বলেন, এই ঘটনায় থানায় নিয়মিত মামলা প্রক্রিয়াধীন।




