সোমবার ১০ই নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৬:৫৪

25.9 C
Bangladesh
সোমবার, নভেম্বর ১০, ২০২৫
spot_imgspot_img

সোমবার ১০ই নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ ২৫শে কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল ১৪৪৭ হিজরি ১৮ই জমাদিউল আউয়াল ১৪৪৭ হিজরি সন্ধ্যা ৬:৫৪

চাঁদপুর জেলা আ.লীগের সভাপতি কারাগারে

স্টাফ রিপোর্টার: চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর সভার সাবেক মেয়র নাছির উদ্দিন আহমেদকে ঢাকার পরে চাঁদপুর সদর মডেল থানার আরেক মামলায় আসামী দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

রবিবার (২২জুন) দুপুরে তাকে জামিনের জন্য সদর আমলি আদালতে উঠালে বিচারক ইয়াসিন আরাফাত জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এড. জহিরুল ইসলাম।

গত ২ জুন রাজধানীর শান্তিনগর এলাকায় মেয়ের বাসা থেকে নাছির উদ্দিন আহমেদকে মহানগর গোয়েন্দা পুলিশ গ্রেফতার করে । ওই দিনই ২০২৪ সালে কদমতলী থানা এলাকায় ছাত্র-জনতার আন্দোলনের ঘটনায় দায়ের করা হত্যা মামলার আসামি হিসেবে তাকে আদালতে পাঠানো হয়।

২০ দিন ঢাকা কারাগারে থাকার পর আজ রবিবার তাকে চাঁদপুর আদালতে হাজির করা হয়।

আসামী পক্ষের আইনজীবী জসিম উদ্দিন ভুঁইয়া বলেন, ৫ আগস্টের পর চাঁদপুরে দায়ের করা কোন মামলায় তিনি এজহারভুক্ত আসামী নেই। চাঁদপুর সদর মডেল থানায় গত বছর ২০ আগষ্টের ১৯ নং মামলায় তাকে আসামী দেখানো হয়। এই মামলায় বিচারক তার জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

জানা গেছে, ২০২৪ সালে ছাত্র-জনতার আন্দোলনের সময় ৪ আগস্ট সন্ধ্যা ৭টায় শহরে বাসস্ট্যান্ড ফয়সাল শপিং কমপ্লেক্সের সামনে পতিত শেখ হাসিনা সরকার অর্থাৎ আওয়ামী লীগের নেতাকর্মীরা ছাত্র-জনতার আন্দোলনে অতর্কিত হামলা, মারধর, হুমকি ও বিস্ফোরণ ঘটায়।

এই ঘটনায় গত বছর ২০ আগষ্ট চাঁদপুর মডেল থানায় বাদী হয়ে মামলাটি করেন সদর উপজেলার ঢালিরঘাট এলাকার মৃত: আলী আকবর খানের ছেলে নুরুল ইসলাম খান। ওই মামলায় এজাহারভুক্ত ২শ” ২৪ জন এবং অজ্ঞাতনামা ৩০০/৪০০ জনকে আসামি করা হয়।

আসামী পক্ষে আইনজীবীর মধ্যে ছিলেন, চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এড. আহসান হাবিব, এড. মজিবুর রহমান ভুঁইয়া ও এড. জসিম উদ্দিন পাটওয়ারী।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,700SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ