ফরিদগঞ্জ প্রতিনিধি: ফরিদগঞ্জে ঋণে জর্জরিত হয়ে মিজান গাজী (৫০) নামে এক দিনমজুর বিষপাণে আত্মহত্যা করেছে। উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের সাহাপুর গ্রামের গাজী বাড়িতে মঙ্গলবার বিকালে এ ঘটনা ঘটে। মিজান গাজী সাহাপুর গ্রামের মৃত মোহাম্মদ আলী গাজীর ছেলে ও ৪ সন্তানের জনক।
জানা গেছে, মিজান গাজী বেশ কয়েকটি এনজিও সংস্থা থেকে ঋণ গ্রহণ করেছেন। এগুলোর নিয়মিত সাপ্তাহিক কিস্তি পরিশোধ করতে হিমশিম খাচ্ছিলেন। এরই মধ্যে তার স্ত্রীকে অন্য আরেকটি এনজিও থেকে ঋণ তোলার জন্য চাপ প্রয়োগ করছিলেন। কিন্তু স্ত্রী কোহিনুর বেগম এতে রাজি না হওয়ায় অভিমান করে পরিবারের সদস্যদের অগোচরে বিষপাণ করেন। পরিবারের সদস্যরা টের পেয়ে দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ও চঁাদপুর জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। সংবাদ পেয়ে ফরিদগঞ্জ থানা পুলিশ মঙ্গলবার রাতে মরদেহ উদ্ধার করে বুধবার (২ জুলাই) সকালে ময়না তদন্তের জন্য চঁাদপুর মর্গে প্রেরণ করে। এব্যাপারে তার স্ত্রী কোহিনুর বেগম বাদী হয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের করেছে।




