মতলব দক্ষিণ প্রতিনিধি: মতলব দক্ষিণ উপজেলা মাদক বিরোধী সচেতন মহলের আয়োজনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২ জুলাই) বেলা ১১টায় উপজেলা প্রশাসন কার্যালয়ের প্রধান ফটকের সামনে কলেজ রোডে এই কর্মসূচি পালিত হয়।
মতলব পৌরসভার টিএন্ডটি এলাকার বাসিন্দা মাদক সম্রাট আটককৃত আক্তার গাজীর মুক্তি না দিতে এবং উপজেলার সকল মাদক ব্যবসায়ী, সেবনকারী ও গডফাদারদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সামাজিক শান্তি-শৃঙ্খলা রক্ষায় মাদক বিরোধী সংগঠনের উদ্যোগে আজকের এই আয়োজন করা হয়েছে বলে জানান আয়োজকরা। এতে উপজেলার সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, সুধীমহল ও রাজনৈতিক নেতৃবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার আমজাদ হোসেন উপস্থিত ছিলেন মতলব দক্ষিণ থানার ওসি সালেহ আহমেদ।




