শুক্রবার ১৪ই নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ ভোর ৫:০৫

18.8 C
Bangladesh
শুক্রবার, নভেম্বর ১৪, ২০২৫
spot_imgspot_img

শুক্রবার ১৪ই নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ ২৯শে কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ ২২শে জমাদিউল আউয়াল ১৪৪৭ হিজরি ২২শে জমাদিউল আউয়াল ১৪৪৭ হিজরি ভোর ৫:০৫

চাঁদপুরে দুদিনের টানা বৃষ্টিতে জলাবদ্ধতা, চরম দুর্ভোগে নগরবাসী

স্টাফ রিপোর্টার: দুদিনের অবিরাম বৃষ্টিতে চাঁদপুর শহর ও আশেপাশের এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। কখনো মাঝারি, কখনো টানা মুষলধারে বৃষ্টি হওয়ায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ভোগান্তিতে পড়েছেন স্কুল-কলেজগামী শিক্ষার্থী, কর্মজীবী মানুষ এবং ক্ষুদ্র ব্যবসায়ীরা।

মঙ্গলবার (৮ জুলাই) রাত থেকে শুরু হওয়া বৃষ্টি বুধবার (৯ জুলাই) সকাল পর্যন্ত অব্যাহত থাকে। এ সময় চাঁদপুরে ১৩৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছেন জেলা আবহাওয়া অফিসের কর্মকর্তা শাহ মো. শোয়েব।

বুধবার সকালে শহরের বিভিন্ন এলাকায় ঘুরে দেখা যায়, বিষ্ণুদী মাদ্রাসা রোড, নাজির পাড়া, পালপাড়া, আলিমপাড়া, রহমতপুর আবাসিক এলাকার সড়কগুলো হাঁটু সমান পানিতে তলিয়ে গেছে। নিচু বাড়িগুলোতে পানি ঢুকে ভোগান্তি আরও বেড়েছে।

বিষ্ণুদী এলাকার ব্যবসায়ী বেলাল হোসাইন বলেন, “দোকানের সামনে পানি জমে থাকায় কোনো ক্রেতা আসছে না। যদি বৃষ্টি না কমে, দোকানের ভেতরও পানি ঢুকে যাবে।”

মিশন রোডের বাসিন্দা আলম খান জানান, “টানা বৃষ্টিতে ক্ষুদ্র ব্যবসায়ী ও দিনমজুরদের আয় বন্ধ হয়ে গেছে। শ্রমিকরা কাজে যেতে পারছে না।”

এদিকে টানা বৃষ্টিতে জেলার গ্রামীণ সড়কগুলো নষ্ট হচ্ছে। শাহরাস্তি ও ফরিদগঞ্জ উপজেলার নিচু এলাকায় গেল বছরের মতো আবারও জলাবদ্ধতার শিকার হয়েছেন স্থানীয়রা। এছাড়া যাত্রী সংকটে ঢাকাগামী লঞ্চগুলো নির্ধারিত সময়ে ছেড়ে যেতে পারছে না। যাত্রী পেলে ২-৩ ঘণ্টা পর লঞ্চ ছাড়ছে বলে জানা গেছে।

আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, বৃষ্টিপাত আরও কিছুদিন অব্যাহত থাকতে পারে। ফলে দুর্ভোগ আরও বাড়ার শঙ্কা রয়েছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,800SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ