স্টাফ রিপোর্টার: চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের ভাটেরগাঁও ছোট পণ্ডিত বাড়িতে এক নারকীয় হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১০ জুলাই ২০২৫) ভোররাতে অজ্ঞাত দুর্বৃত্তরা সিঁদ কেটে ঘরে ঢুকে ৪৬ বছর বয়সী গৃহবধূ কাজল রাণী চক্রবর্তীকে (স্বামী মৃত কৃষ্ণপদ চক্রবর্তী) কুপিয়ে গুরুতর জখম করে।
আহতের ছোট ছেলে প্রদীপ চক্রবর্তী জানান, ভোর চারটার দিকে ঘরের ভেতর সিঁদ কেটে ঢুকে তার মাকে ঘুমন্ত অবস্থায় ধারালো অস্ত্র দিয়ে ঘাড়, বুকে এবং হাতে এলোপাথাড়ি আঘাত করা হয়। হামলার পর দুর্বৃত্তরা খাটের নিচ দিয়ে পালিয়ে যায়।
চিৎকার শুনে পরিবারের অন্যান্য সদস্য ও স্থানীয়রা ছুটে এসে রক্তাক্ত অবস্থায় কাজল রাণীকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
এ ঘটনায় পুরো এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কারা এ হামলার সঙ্গে জড়িত এবং এর প্রকৃত কারণ কী, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।




