স্টাফ রিপোর্টার: চাঁদপুর -৩ আসনে বিএনপি”র মনোনয়ন প্রত্যাশী, সাবেক ছাত্রনেতা ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তফা খান সফরী বলেন,
ফ্যাসিস্ট সরকারের পতন ঘটাতে দীর্ঘ ১৬টি বছর লড়াই সংগ্রাম করতে হয়েছে। এই লড়াই সংগ্রামে বিএনপি”র তৃণমূল থেকে জাতীয় পর্যায়ে অনেক নেতাকে শহীদ হতে হয়েছে, অনেকে পঙ্গুত্ব বরন করেছে, অনেক নেতাকর্মীকে হত্যা-গুমের শিকার হতে হয়েছে। আমাদের অনুজ বিষ্ণুপুরের সন্তান নিশান খান একদফার আন্দোলনে ঢাকায় শহীদ হয়েছেন।
ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলনে এক দফা আনত বিএনপিকে অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে।
তিনি বলেন, শুধু তাই নয়, কোটা বিরোধী আন্দোলনে শুরু থেকেই আন্দোলনরত ছাত্র-ছাত্রীদের পাশে ছাত্রদলের বর্তমান সাবেক নেতা কর্মীদের তারুণ্যের অহংকার আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের নির্দেশে পাশে থেকে সাহস যুগিয়েছেন।
দেশের আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানের নির্দেশনায় আন্দোলন শেষ পর্যন্ত এক দফায় পরিণত হয়ে ফ্যাসিস্ট সরকারের পতন হয়।
করো কথায় কারো ৭/১০ দিন বা একমাসের আন্দোলনে সরকার পতন হয়নি। অতএব জুলাই আগস্ট বিপ্লবের স্বীকৃতি দিবে বিএনপি নেতৃত্বাধীন সরকার, তবে তা দেশের সাংবিধানিক নিয়মের মধ্য দিয়ে।
তিনি একটি দলের উদ্দেশ্যে করে বলেন, ঐ দলটি নির্বাচনকে নিয়ে নানামুখী ষড়যন্ত্র করছে, বিএনপি’র একজন নেতাকর্মী বেঁচে থাকতেও কোন ষড়যন্ত্র সফল হতে দেবে না। তিনি শহীদ নিশানের আত্মার মাগফেরাত কামনা করে তাঁর পরিবারের পাশে থাকার অঙ্গীকার করেন।
শনিবার ( ২ আগষ্ট ) বিকেলে সদর উপজেলার মুন্সিরহাট কলেজ মাঠে স্থানীয় বিএনপি আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথি”র বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
স্হানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে ও প্রফেসর তাজুল ইসলামের সভাপ্রধানে ও যুবদল নেতা আলমগীর রনির পরিচালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন,
জেলা বিএনপি”র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রাফিউস শাহাদাৎ ওয়াসিম, বিএনপি নেতা এড. আশরাফুল ইসলাম আশু, তেজগাঁও থানা বিএনপি”র যুগ্ম আহবায়ক আজাদ হোসেন খান আরজু , জেলা যুবদলের সহ-সভাপতি সরোয়ার হোসেন গাজী, যুগ্ম সাধারণ সম্পাদক কামাল পাটোয়ারী, সহ সাংগঠনিক সম্পাদক জাফর প্রধানিয়া, কল্যাণপুর ইউনিয়ন বিএনপি”র সহ সভাপতি হারুন বাট, বিএনপি নেতা মোজাম্মেল মিজি, বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপি”র উপদেষ্টা গিয়াস উদ্দিন ভুইয়া, যুবদল নেতা বশির পারভেজ, জেলা যুবদলের কর্মসংস্থান বিষয়ক সম্পাদক মোঃ আবু আহমেদ, চাঁদপুর সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সি: যুগ্ম আহবায়ক রাসেল আহমেদ জনি, মতলব দক্ষিণ উপজেলা ছাত্রদল নেতা সুমন পাটোয়ারী প্রমুখ।
উক্ত সভার শুরুতে পবিত্র কুরআন তেলওয়াত করেন মোঃ আবু জাফর। উক্ত স্মরণ সভায় বিভিন্ন ইউনিয়ন ও আশপাশ থেকে খন্ড খন্ড মিছিল বিশাল জনসভায় রুপ নেয়।




