ষ্টাফ রিপোটার ॥ চাঁদপুর সদর উপজেলার বিভিন্ন মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের কৃতি শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ ও মাধ্যমিক শিক্ষার মানোন্নয়ন নিয়ে সংশ্লিষ্ট অংশীজনদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সদরে ৫২টি শিক্ষা প্রতিষ্ঠানের ১২৫ জন কৃতি শিক্ষার্থীকে বাইসাইকেল প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলা মিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যোগে বাইসাইকেল বিতরণ ও সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন। তিনি বলেন, শিক্ষিত প্রজন্মই দেশকে এগিয়ে নিতে পারে। শিক্ষার্থীদের জন্য বাইসাইকেল শুধুমাত্র একটি বাহন নয়, এটি তাদের শিক্ষা গ্রহণের জন্য বড় সহায়ক। তারা সময়মত বিদ্যালয়ে পৌঁছাতে পারবে, পড়াশোনায় মনোযোগী হতে পারবে। তবে শুধু বাইসাইকেল পেলেই হবে না, শিক্ষার্থীদের অবশ্যই নিজেদের অধ্যবসায় বাড়াতে হবে এবং প্রতিষ্ঠানের সামগ্রিক শিক্ষার মান উন্নয়নে কাজ করতে হবে।
ডিসি বলেন, শিক্ষার্থীদের মন হচ্ছে মোমের মত। তাদেরকে যেভাবে শিক্ষা দেয়া হয়, তারা সেভাবেই শিখবে। তাই সরকারের পাশাপাশি শিক্ষক, অভিভাবক এবং সমাজের সকলকে শিক্ষার মানোন্নয়নে ভূমিকা রাখতে হবে। সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাখাওয়াত জামিল সৈকত।
উপস্থিত ছিলেন, সদর মডেল থানার ওসি মো: বাহার মিয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আলী জিন্নাহ সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, শিক্ষক ও অভিভাবক বৃন্দ। আলোচনা শেষে শিক্ষার্থীদের হাতে বাইসাইকেল তুলেদেন জেলা প্রশাসক সহ অতিথিরা।




