ষ্টাফ রিপোটার । চাঁদপুরের মতলব উত্তর উপজেলা সুজাতপুর ডিগ্রী কলেজের নবীন বরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে কলেজ মিলনায়তনে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এড. মো: বোরহান উদ্দিন।
তিনি বক্তব্যে বলেন, ভালো ফলাফল অর্জনের লক্ষ্যে ক্লাসে মোবাইল পরিহার ও নিয়মিত ক্লাসে উপস্থিত নিশ্চিত করতে হবে। তাহলেই তোমারা অভিষ্ঠ লক্ষ্যে পৌঁছাতে পারবে। এমনকি শিক্ষক ঘাটতি পূরণ, কারিগরি শিক্ষায় দক্ষতা বৃদ্ধি, অনার্স লেভেল সহ কলেজটিকে পূর্ণাঙ্গ ডিগ্রি কলেজে উন্নীত করনে সর্বাত্মক চেষ্টা করবেন।
অনুষ্ঠানে কলেজ অধ্যক্ষ মোহাম্মদ মাসুদ পারভেজ এর সভাপতিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকার পল্লবী শহীদ জিয়া গার্লস ল্যাবরেটরী ইনস্টিটিউট এবং শহীদ জিয়া ডিগ্রী কলেজে প্রতিষ্ঠাতা এ কে এম মোয়াজ্জেম হোসেন, চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি ও মতলব দক্ষিণ উপজেলার সাবেক চেয়ারম্যান এম এ শুকুর পাটোয়ারী, দুর্নীতির দমন কমিশনের পিপি এস এম আবুল কালাম (আজাদ), কলেজ পরিচালনা কমিটির সাবেক সভাপতি আক্তার হোসেন।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত ও গীতা পাঠ এবং আমন্ত্রিত অতিথি ও শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয়।
আলোচনা শেষে নবাগত শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ ও কৃতি শিক্ষার্থীদের নগদ অর্থ, ক্রেস্ট প্রদান করা হয়।




