ষ্টাফ রিপোটার । বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ মাসের মাঝামাঝি সময়ের মধ্যে আসনগুলোতে কারা নির্বাচন করবেন তার দিক নির্দেশনা দেবেন বলে জানিয়েছেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির কুমিল্লা বিভাগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া।
শনিবার (৪ অক্টোবর) চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত জেলা বিএনপির সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা জানান।
এসময় তিনি বলেন, পি আর পদ্ধতি নির্বাচন সম্পূর্ণ অচল একটা পদ্ধতি বাংলাদেশের জন্য। এই পদ্ধতির জন্য নেপালে ১৭ মাসে তের সরকার পরিবর্তন হয়েছে। বাংলাদেশে এটা আমরা হতে দেব না। জেলা বিএনপির সাধারণ সম্পাদক এড. সলিম উল্যা সেলিমের সঞ্চালনায় সাধারণ সভায় সভাপতিত্ব করেন, জেলা বিএনপি’র সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নির্বাহী কমিটির কুমিল্লা বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া।




