ষ্টাফ রিপোটার । বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের ফলাফল সাময়িক আলোচনার বিষয় হলেও জাতীয় নির্বাচনে এর কোন প্রভাব পরার সম্ভাবনা নেই বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক কমিটির বিশেষ সহকারী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।
শুক্রবার (১৭অক্টোবর) সকালে চাঁদপুর মতলব উত্তর উপজেলার বাগানবাড়ি ইউনিয়নে ফ্রি মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ড্যাব ঢাকা মহানগর উত্তরের সভাপতি প্রফেসর ডা: সরকার মাহবুব আহমেদ শামীমের উদ্যোগে বাগানবাড়ি উচ্চ বিদ্যালয়ে এই মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করা হয়। ক্যাম্পে সহস্রাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়। এসময় ইশারাক হোসেন আরও বলেন, ফ্যাসিবাদ পতনের পর বাংলাদেশকে পুনরায় বিনির্মাণ করতে যে ধরনের রাজনৈতিক প্রজ্ঞা বা কাঠামো প্রয়োজন তা শুধুমাত্র একটি রাজনৈতিক দলের মাধ্যমেই সম্ভব। মেডিকেল ক্যাম্পে উপস্থিত ছিলেন, মতলব উত্তর উপজেলা বিএনপির সভাপতি বশির আহমেদ সহ উপজেলার বিভিন্ন পর্যায়ের অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।




