ষ্টাফ রিপোটার । বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে চাঁদপুরে এক জনসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে মতলবগঞ্জ সরকারি পাইলট হাই স্কুল মাঠের সভায় প্রধান অতিথি ছিলেন, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ড. মোহাম্মদ জালাল উদ্দিন।
মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র এনামুল হক বাদল এর সভাপতিত্বে , পৌর বিএনপির সভাপতি শোয়েব আহমেদ সরকারের সঞ্চালনায় জনসভায় উপজেলা ও পৌর বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ গ্রহন করেন।
উপস্থিত ছিলেন, পৌর যুবদলের আহ্বায়ক মজিবুর রহমান, উপজেলা বিএনপির সহ-সভাপতি সোয়েব আহমেদ, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান কাইয়ুম, ছাত্রদলের সাবেক আহ্বায়ক জিসান আহমেদ, সাবেক ভিপি জাহাঙ্গীর হোসেন, যুবদলের সাবেক আহ্বায়ক শাহজাহান মল্লিক প্রমুখ।




