শনিবার ৮ই নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ দুপুর ১:৩৯

29.4 C
Bangladesh
শনিবার, নভেম্বর ৮, ২০২৫
spot_imgspot_img

শনিবার ৮ই নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ ২৩শে কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ ১৬ই জমাদিউল আউয়াল ১৪৪৭ হিজরি ১৬ই জমাদিউল আউয়াল ১৪৪৭ হিজরি দুপুর ১:৩৯

চাঁদপুরে যুক্তরাষ্ট্র প্রবাসীকে সংবর্ধনা

স্টাফ রিপোর্টার: চাঁদপুরের কচুয়া উপজেলার যুক্তরাষ্ট্র প্রবাসী তেগুরিয়া সমাজকল্যাণ সংস্থার পৃষ্ঠপোষক প্রবাসী জসিম উদ্দিন প্রধানিয়াকে সংবর্ধনা দেয়া হয়েছে।

শুক্রবার দুপুরে ঢাকা থেকে হেলিকপ্টারযোগে তিনি নিজ গ্রামের শিশু বিদ্যালয় মাঠে পৌছালে স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, সেচ্ছাসেবী বিভিন্ন সংগঠন ও এলাকাবাসী তাকে সম্বর্ধনা প্রদান করেন।

২০০৫ সালে জসিম উদ্দিন কর্মসংস্থানের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। দীর্ঘ ১৭বছর পর স্ত্রী ও ৪ সন্তানকে নিয়ে প্রথম তিনি দেশে আসেন।
তেগুরিয়া সমাজকল্যান সংস্থার সভাপতি লিটন প্রধান ও সাধারণ সম্পাদক মহসীন জানান, জসিম উদ্দিন প্রধান সাবেক ইউপি সদস্য মো. মোখলেছুর রহমানের ছেলে। পিতার আদর্শে অনুপ্রাণিত হয়ে প্রবাসে গিয়েও বিভিন্নভাবে সহযোগিতা নিয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন। করোনাকালীন সময়ে তিনি ঈদ উৎসবে প্রায় অর্ধকোটি টাকার খাদ্য, বস্ত্রসহ বিভিন্ন সামগ্রী দিয়েছেন।

প্রবাসী জসিম উদ্দিন জানান, আজকে আমি বাড়ীতে আসার পর সাধারণ মানুষ আমাকে যে ভালবাসা দিয়েছে, সেজন্য সবার প্রতি আমি কৃতজ্ঞ। আমার পিতা যেভাবে সাধারণ মানুুষের পাশে ছিলেন, আমিও সেভাবে থাকতে চাই। পাশাপাশি আপনাদের সহযোগিতায় এলাকার শিক্ষাসহ সামগ্রিক কল্যাণে কাজ করবো।

এসময় তেগুরিয়া ছাত্রকল্যাণ সংস্থার সভাপতি সাকিব আহসান জুয়েল, সম্পাদক ফয়সাল হোসেন, সেচ্ছাসেবী সংগঠন নতুন সপ্নের সভাপতি গিয়াস উদ্দিন, সাধারণ সম্পাদক আবু হানিফ ও সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলমসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ উপস্থিত ছিলেন। পরে প্রবাসী জসিম উদ্দিনের নিজ বাড়ীতে জাতীয় শোক দিবস উপলক্ষে অসহায় দু:স্থ নারীদের আর্থিক সহযোগিতা প্রদান করেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,700SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ