স্টাফ রিপোর্টার: “সাত কোটি বাঙ্গালীর কাঙ্গাল আমি। আমি সব হারাতে পারি, কিন্তু বাংলাদেশের মানুষের ভালোবাসা হারাতে পারবনা” জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে রিসোর্স ইান্টগ্রেকনি সেন্টার (রিক) চাঁদপুর এরিয়া শাখার উদ্যোগে শ্রদ্ধাঞ্জলি অর্পণ, আলোচনা সভা, দোয়া ও বৃক্ষ রোপন কর্মসূচী পালন করা হয়েছে।
১৫ আগস্ট ট্যাকনিক্যাল এলাকায় শাহিনা মিনি টাওয়ারের অবস্থিত প্রতিষ্ঠানের কার্যালয়ে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উপ পরিচালক এমদাদুল ইসলাম মিঠুন। এসময় তিনি বলেন, জাতির পিতা বাংলার শোষিত ও নির্যতিত মানুষের অধিকার আদায়ে জীবনের ৫৫ বছরের মধ্যে ১২বছর কারাগারে ছিলেন। স্বাধীনতা বিরোধীরা ১৯৭৫ সালের ১৫ আগস্ট থেকে ২০০৬ সাল পর্যন্ত একটি গোষ্টি বঙ্গবন্ধুকে নিয়ে অপপ্রচার করেছে। স্বাধীনতা বিরোধীরা এখনও ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে।
তিনি আরো বলেন, মাত্র সারে ৩ বছরে একটি যুদ্ধবিধস্ত দেশ গড়ে তুলেছিলেন বঙ্গবন্ধু। মাত্র এক বছরে সংবিধান উপহার দিয়েছেন। দেড় থেকে ২ কোটি শরনার্থীদের দেশে ফিরিয়ে এনেছেন।
তিনি বলেন, বর্তমানে সারাদেশে অর্থনিতির মন্দাভাবের ফলে দেশে কিছুটা সমস্যা থাকলেও অচিরেই আমরা এই সমস্য কাটিয়ে উঠতে পারবো। কারণ আমরা বীরের জাতি। আমরা পেরেছি। আমরা পারবো।
রিসোর্স ইান্টগ্রেকনি সেন্টার (রিক) চাঁদপুর এরিয়ার জোনাল ম্যানাজার মো. আব্দুল আলিমের সভাপতিত্বে এবং চাঁদপুর সদর উপজেলা এরিয়া ম্যানাজার মোশারফ হোসেনের পরিচালনায় আরো বক্তব্য রাখেন, কচুয়া উপজেলা এরিয়া ম্যানাজার মো. সোহাগ হাওলাদার, চাঁদপুর শাখা ব্যবস্থাপক শেখ আরিফুল ইসলাম, কচুয়া শাখা ব্যবস্থাপক সফিকুল ইসলামসহ রিসোর্স ইান্টগ্রেকনি সেন্টার (রিক) চাঁদপুর এরিয়ার কর্মকর্তা, ব্র্যাক, বুরে্যা বাংলা, জাগরনি ও পিএমকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মিলাদ ও দোয়া পরিচালনা করেন মিজি বাড়ি মসজিদের ইমাম মাওলানা মো. ফারুক মিজি। আলোচনা সভা শেষে কার্যলয়ের সামনে গাছের চারা রোপন করা হয়। এরপূর্বে সকাল ৯টায় চাঁদপুর সরকারি কলেজ মাঠে বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি অর্পন করা হয়।




