বিশেষ প্রতিনিধি ॥ চাঁদপুরে জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৩জন ও সাধারন সদস্য পদে ২জনের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।
মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন রবিবার বিকেলে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র প্রত্যাহার করেন, জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এম.এ. ওয়াদুদ ও মো: নাছির উদ্দিন। সাধারন সদস্য পদে মনোনয়নপত্র প্রত্যাহার করেন, ৫নং ওয়ার্ড সদস্য প্রার্থী (মতলব উত্তর) মো: আবুল হোসেন দেওয়ান, ৬নং ওয়ার্ড সদস্য প্রার্থী মো: জামাল হোসেন।
এতে করে বর্তমানে চেয়ারম্যান পদে সাবেক জেলা আ’লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক ওচমান গনী পাটওয়ারী ও সতন্ত্র প্রার্থী মো: জাকির হোসেন প্রাধানিয়া প্রতিদ্বন্দিতা করবেন।
নির্বাচনে সাধারন সদস্য পদে বর্তমানে ৩৭জন ও সংরক্ষিত মহিলা ১২জন প্রার্থী প্রতিযোগীতা করবেন।
চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে একজন ৮টি ওয়ার্ডে ৮জন সাধারন সদস্য ও সংরক্ষিত মহিলা ৩জন সদস্য নির্বাচিত হবেন।




