স্টাফ রিপোর্টার: আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কোনো চ্যালেঞ্জ দেখছেন না পুলিশ। নির্বাচনের আগে যারা সহিংসতা সৃষ্টি করার চেষ্টা করবে তাদেরকে দমন করার পূর্ণ সক্ষমতা পুলিশের রয়েছে বলে জানিয়েছেন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন।
দুপুরে সিলেট জেলা পুলিশলাইনে মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন আইজিপি। এ সময় তিনি আরো বলেন সিটি নির্বাচন সহ সব নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের প্রস্তুতি রয়েছে। সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের আগে জেলা পুলিশ লাইনে পৌঁছালে আইজিপি কে গার্ড অব অনার দেয়া হয়।
এসময় আইজিপি বলেন, আমাদের যে জনবল আছে, আমাদের যে প্রশিক্ষণ আছে, আমাদের যে ক্যাপাসিটি আছে, এটা দিয়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতির যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলার জন্য বাংলাদেশ পুলিশ প্রস্তুত আছে ।




