চাঁদপুর প্রতিনিধি : দীর্ঘ ৮ বছর পর ইভিএম পদ্ধতিতে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগাারচর পৌরসভা নির্বাচনে ভোট গ্রহণ চলছে।
সোমবার সকাল ৮টা থেকে পৌরসভার ১৬টি ভোট কেন্দ্রে কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে ভোটগ্রহণ শুরু হয়। প্রতিটি ভোট কেন্দ্রে পুরুষ ভোটারের চাইতে নারী ভোটারের সংখ্যা দ্বিগুণ। সকাল ১০টার দিকে ছেংগারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে শত শত নারী ভোটারদেরকে লাইনে দাঁড়িয়ে ভোট দেওয়ার জন্য অপেক্ষা করতে দেখা গেছে।
ইভিএম পদ্ধতিতে এই প্রথম ভোট গ্রহণ হওয়ার কারণে ভোট দিতে কিছুটা বিলম্ব হচ্ছে। সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে ভোটকেন্দ্রগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
নির্বাচনে মেয়র পদে ৪ জন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৩ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ৫১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার সংখ্যা ৩৩ হাজার ৩শ’ ৩৬ জন। তন্মধ্যে পুরুষ ভোটার ১৭ হাজার ২জন এবং নারী ভোটার ১৬ হাজার ৩শ’ ৩৪ জন।




