স্টাফ রিপোর্টার: চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নে ৭,৮ ও ৯ নং ওয়ার্ড যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
৮ অক্টোবর (রবিবার) বিকাল ৪ টায় মান্দারী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক অ্যাডভোকেট হুমায়ুন কবির সুমন।
এসময় প্রধান বক্তা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বাংলাদেশের জন্য যতগুলা কাজ করেছে তা পৃথিবীতে নিদর্শন হিসেবে থাকবে। এই অক্টোবর মাসেও চারটি মেগা প্রকল্প উদ্বোধন হতে যাচ্ছে। উন্নয়নের রোল মডেল হিসেবে পৃথিবীর বুকে বাংলাদেশকে উন্মোচিত করেছেন। এই উন্নয়নকে বাধা দেওয়ার জন্য স্বাধীনতার পরাজিত শক্তি, যারা একুশে আগস্টে গ্রেনেড হামলা করেছিল, পাকিস্তানি প্রেতাত্মারা, আলবদর, মীরজাফরের উত্তরসূরিরা একত্রিত হয়েছে বাংলাদেশের উন্নয়নকে বাধা দেওয়ার জন্য। গভীর ষড়যন্ত্র করছে এই নির্বাচনকে বানচাল করার জন্য, তাদেরকে প্রতিহত করতে হবে।
তিনি আরো বলেন, আপনারা জানেন আগামী নির্বাচন অনেকগুলো কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন। আমরা আশা করব যারা নতুন দায়িত্ব পাচ্ছেন তারা আগামী নির্বাচনে নৌকাকে বিজয়ী করার জন্য রাজপথে থেকে দায়িত্ব পালন করবেন। আপনাদের বলিষ্ঠ নেতৃত্বে এই এলাকায় নৌকা জয়ী হবে ইনশাআল্লাহ। আজকের এই যুবসমাজ (যুবলীগ) ঐক্যবদ্ধ হয়ে এই ষড়যন্ত্রকে প্রতিহত করবে এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে আবারো আওয়ামী লীগকে জয়যুক্ত করবে।
৯ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মোঃ নোমান বকাউলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কবির পাটোয়ারীর সঞ্চালনায় অনুষ্ঠান উদ্বোধন করেন ইউনিয়ন যুবলীগের আহবায়ক ফারুক হোসেন বেপারী।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা যুবলীগের সদস্য আব্দুল হান্নান সবুজ, সদর থানা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শিমুল হাসান শাবনু, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার আখতারুজ্জামান পাটোয়ারী, সাধারণ সম্পাদক কামাল হাজী, থানা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সাজ্জাদ হাসান রুপন, ধর্ম বিষয়ক সম্পাদক আলী হোসেন, ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক তুষার হাজী, হাবিবুর রহমান, আবুল বাশার রনি, ইউনিয়ন যুবলীগের সদস্য শাহাদাত মিজি, জহির হাজী, যুব মহিলা লীগের সভাপতি ইয়াসমিন।
সম্মেলনে উপস্থিত ছিলেন, থানা যুবলীগের সদস্য সেলিম মাল, ইকবাল হোসেন পলাশ, রামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি জাকির হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হানিফ মিজি, ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি বিলকিস বেগম, সাধারণ সম্পাদক ফিরোজা বেগম, ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সোহেল কারী, ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, যুবলীগ নেতা নজরুল হাজী, সুজন হাজী, জিএম সুমন, ফরহাদ পাটোয়ারী, ৮ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি বি.এম কাদের, ৯ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক তানজিল পাঠান, যুবলীগ নেতা ফরহাদ হাজী, কাউসার হাজী, কামরুল বেপারী, এমরান মিজি, নজরুল ইসলাম কালু, পলাশ পাটোয়ারী, ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সেলিম পাটোয়ারী, ৩ নং ওয়ার্ড যুবলীগের সাবেক সভাপতি কামরুল হাসান।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন ৫ নং ওয়ার্ড যুবলীগের আহবায়ক শরিফ খান।




