স্টাফ রিপোর্টার॥ চাঁদপুরে মা ইলিশ রক্ষার পদ্মা -মেঘনায় অভিযানে জব্দ ৪৭টি জেলে নৌকা উন্মুক্ত নিলামে ২২ লাখ ৬৪ হাজার ২৫৬ টাকা বিক্রি হয়েছে। একই সময়ে জব্দকৃত একটি সুতার জাল ৩ হাজার ৪২৬টাকায় বিক্রি হয়।
গত বুধবার চাঁদপুর কোস্টগার্ড স্টেশনে সকাল থেকে দিনব্যাপী জেলা প্রশাসন কর্তৃক গঠিত কমিটি এসব নৌকা ও জাল উন্মুক্ত নিলামে বিক্রি করেন।
জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আহ্বায়ক আখতার জাহান সাথী, সদস্য সচিব সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো: তানজিমুল ইসলাম, সদস্য নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: মেশকাতুল ইসলাম, নৌ থানার ওসি মো: কামরুজ্জামান উপস্থিত থেকে নিলাম সম্পন্ন করেন। সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো: মিজানুর রহমান জানান, জব্দকৃত নৌকাগুলো বিক্রির জন্য জেলা প্রশাসকের আদেশে আজ উন্মুক্ত নিলামে নৌকা ও জাল বিক্রি সম্পন্ন হয়েছে। ৪২টি নৌকা নিলামে অংশগ্রহনকারীদের মধ্যে পর্যায়ক্রমে ভ্যাট ও আইটিসহ ২২ লাখ ৬৪ হাজার ২৫৬ টাকা বিক্রয়কৃত অর্থ সরকারি কোষাগারে জমা হবে।




